মতিউল আলম, বিএমটিভি নিউজঃ
গত ৩০ আগস্ট জেলা বিএনপি’র সম্মেলনে (কেন্দুয়া-আটপাড়া) আসনের গণমানুষের নেতা ড. রফিকুল ইসলাম হিলালী সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় নেত্রকোণার কেন্দুয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে ।
কেন্দুয়ার মাটি, হিলালী ভাইয়ের ঘাঁটি, তোমার ভাই, আমার ভাই, হিলালী ভাই, হিলালী ভাই -এমন শ্লোগানে সোমবার (১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় উপজেলা, পৌর বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয় ।
মিছিলটি কেন্দুয়া জয় হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠ থেকে শুরু হয়ে কেন্দুয়া পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে সমাবেশে পরিণত হয় ।
সমাবেশে বক্তরা, ড. রফিকুল ইসলাম হিলালী অসুস্থতা জনিত মিছিলে অংশগ্রহণ করতে পারে নি বলে তাঁর জন্যে সবার কাছে দোয়া প্রার্থনা করেন এবং সুখে দুখে হিলালী ভাইয়ের পাশে থাকার আহ্বানও জানান তখন ।
এর আগে আবহমান বাঙালির ঢাক ঢোল পিটিয়ে ও রং মেখে কর্মী সমর্থকদের স্বতঃস্ফূর্ত আনন্দ প্রকাশ করতেও দেখা যায় ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ. জয়নাল আবেদীন ভূঁঞা, সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান মজনু, কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি মো. খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন খানসহ অসংখ্য নেতাকর্মী ।
উল্লেখ্য ড. রফিকুল ইসলাম হিলালী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী । তিনি কেন্দুয়া পৌরসভার বাদে আঠারবাড়ী এলাকার বাসিন্দা ।