ফুলবাড়ীয়ায় ৪শ টাকার জন্য বন্ধুকে পিটিয়ে হত্যা

ফুলবাড়ীয়ায় ৪শ টাকার জন্য বন্ধুকে পিটিয়ে হত্যা

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজ
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার নাওগাঁও ইউনিয়নের সন্তোষপুর মধ্যপাড়া গ্রামের ৪শ টাকার জন্য গাজী মিয়া (২২) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে ঢাকায় চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ রুকনুজ্জামান।

এলাকাবাসী ও পুলিশ জানায়, সন্তোষপুর দক্ষিনপাড়া গ্রামের চৌধুরী মিয়ার ছেলে গাজী মিয়া (২২) কাছ থেকে ৫শ টাকা ধার নেয় তার এক বন্ধু আঃ আলীম। ৫শ টাকার মধ্যে কদিন আগে ১শ টাকা দিয়ে দেন। বাকী ৪শ টাকা মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় মফিজের মনিহারি দোকানের সামনে চাইতে গেলে কথাকাটাকাটির এক পর্যায়ে আলীমসহ ৩ জন গাজীকে বেদড়ক মারপিট করে। গাজীকে আহত অবস্থায় প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে ঢাকায় স্থানান্তর করে। ঢাকায় আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মাথায় আঘাতের কারনে সে মারা যায় বলে জানা যায়।।

এ ব্যাপারে ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ রুকনুজ্জামান জানান, নিহতের বাবা চৌধুরী মিয়া বাদী হয়ে অভিযোগ দিয়েছেন। আসামী গ্রেফতারে পুলিশ কাজ করছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *