ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ৬নং ত্রিশাল ইউনিয়ন পরিষদে প্রশাসককে বাদ দিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকের সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য জুবায়ের হোসেন।
সরকারি গেজেট অনুযায়ী, ইউনিয়ন পরিষদের যেকোনো বৈঠক পরিচালনার এখতিয়ার কেবলমাত্র চেয়ারম্যান বা প্রশাসকের। প্রশাসক অফিসে উপস্থিত থাকা সত্ত্বেও তাকে বাদ দিয়ে অন্য কারও সভাপতিত্বে বৈঠক করা আইনবিরোধী বলে উল্লেখ রয়েছে।
এ বিষয়ে ইউপি সদস্য জুবায়ের হোসেনকে বৈঠকের বৈধতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটি বৈধ না অবৈধ সে সম্পর্কে আমার জানা নেই। যদি এটাকে মিটিং বলা হয়, তাহলে আমার করার কিছু নেই।
অন্যদিকে সংরক্ষিত মহিলা সদস্য আসমা খাতুন অভিযোগ করে জানান, “আমার কাছ থেকে স্বাক্ষর নেওয়ার পর জানতে পারি এটি আসলে কীসের মিটিং ছিল। আগে থেকে কিছু না জানিয়ে শুধু স্বাক্ষর নেওয়া হয়েছে।
৬নং ত্রিশাল ইউনিয়নের প্রশাসক মোঃ এনামুল হক এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রশাসককে বাদ দিয়ে এ ধরনের মিটিং সম্পূর্ণ অবৈধ। ইউনিয়ন পরিষদের বৈঠক পরিচালনার এখতিয়ার অন্য কারও নেই। যেহেতু এটি আইনবহির্ভূত কাজ, সংশ্লিষ্টদের বিরুদ্ধে শোকজ নোটিশ ইস্যু করা হবে।
ওই বৈঠকে আরও উপস্থিত ছিলেন—৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল খালেক সংরক্ষিত ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা মেম্বার হামিদা খাতুন ২নং ওয়ার্ডের ইউপি সদস্য হাসিমুজ্জামান ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আল ইমরান
এ ঘটনাকে কেন্দ্র করে ইউনিয়নের বিভিন্ন স্তরে তীব্র আলোচনা-সমালোচনা চলছে।