মোঃ রফিকুল ইসলাম খোকন নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সদ্য ঘোষিত ১নং বীর বেতাগৈর ইউনিয়ন বিএনপি’র কমিটিতে ‘অযোগ্য ও আওয়ামী দোসরদের’ অন্তর্ভুক্তির অভিযোগ এনে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে দলের একাংশের নেতা-কর্মীরা। পাশাপাশি অবিলম্বে এই কমিটি বাতিল সহ দলের ত্যাগী ও নির্যাতিত নেতা-কর্মীদের দিয়ে নতুন কমিটি গঠন করার জোর দাবী জানায়, অন্যথায় আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়ার হুশিয়ারী দেওয়া হয়।
৭ সেপ্টেম্বর রোববার বিকালে বীর বেতাগৈর ইউনিয়নের বীরকামটখালী দক্ষিণ বাজার প্রধান সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে প্রতিবাদ মিছিল ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং কমিটি বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সদ্য ঘোষিত কমিটিতে এমন সব ব্যক্তিদের রাখা হয়েছে যারা অতীতে দলের জন্য কোনো অবদান রাখেননি বরং আওয়ামী লীগের সঙ্গে তাদের সখ্যতা ছিল। এছাড়া যিনি বিগত ফ্যাসিবাদ সরকারের আমলে ১৫ই আগস্ট শোক দিবসে কালো ব্যাজ ধারন করে শোক দিবস পালন করেছে, তাকেই কমিটির আহ্বায়ক করা হয়েছে। অথচ যারা দিনের পর দিন দলের জন্য জেল-জুলুম সহ্য করেছেন, রাজপথে সংগ্রাম করেছেন, তাদের বাদ দিয়ে অযোগ্য ও সুবিধাবাদীদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে। এটি দলের ত্যাগী নেতা-কর্মীদের জন্য অত্যন্ত হতাশাজনক এবং এটি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
উক্ত মানববন্ধন ও প্রতিবাদ মিছিলে ইউনিয়ন বিএনপি’র সাবেক কোষাধ্যক্ষ অবসরপ্রাপ্ত বিডিআর আবুল কাশেম, বিএনপি নেতা জুয়েল, ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম মাস্টার, যুবদল নেতা সোহরাব উদ্দিনসহ অঙ্গ ও সহযোগী সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা অংশ গ্রহন করেন।###