স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজ
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন , তারেক রহমানের পরিবর্তনের কর্মসূচীর আলোকেই অবহেলিত ধোবাউড়ার পরিবর্তন আসবে । তিনি সকলকে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে থাকার আহ্বান জানিয়ে বলেন , সকলের সম্মিলিত প্রচেষ্টায় আলোকিত ধোবাউড়া গড়ে তুলবো ইনশাআল্লাহ ।
তিনি আজ বিকেলে ধোবাউড়া সদরে বিভিন্ন শ্রেণী পেশার মানূষের সাথে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন । মতবিনিময় সভায় উপস্থিত ব্যক্তিগণ ধোবাউড়ার বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে বলেন , অতীতে রাজনৈতিক ব্যক্তিরা নির্বাচনের আগে গালভরা প্রতিশ্রুতি দিলেও নির্বাচিত হবার পর তা ভুলে গিয়েছিলেন । ২০০১ এর নির্বাচনে বিএনপির ডাক্তার মোহাম্মদ আলী নির্বাচিত হয়ে ধোবাউড়ার রাস্তা , ব্রিজ , বিদ্যুতায়ন করলেও পরবর্তিতে আওয়ামী আমলে কাংক্ষিত উন্নয়ন হয় নাই । বরং সন্ত্রাস, হত্যা, চোরাচালন, দুর্নীতি , লুটপাট, চুরি , ডাকাতির স্বর্গ রাজ্যে পরিণত হয়েছিল ধোবাউড়া । তারা বলেন , “এমরান সালেহ প্রিন্সের মতো কেউ অতীতে উন্নয়ণ ও রাজনীতির প্রশ্নে আমাদের মতামত নেয় নাই । “
মতবিনিময় সভায় এমরান সালেহ প্রিন্স বলেন আগামী দিনে শুধু মাত্র এমপি বা রাজনৈতিক নেতৃত্বের সিদ্ধান্তে উন্নয়ণ নয় , জনগণের মতামতকে প্রধান্য দিয়ে ধোবাউড়ার উন্নয়ণ পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ণ করা হবে । বেকার ও নারীদের কর্মসংস্থান এবং শিক্ষা , মানবিকতা , ধর্ম ও দেশীয় সংস্কৃতির আলোয় প্রতিটি ঘরকে আলোকিত করা হবে ।
তিনি মাদক , চোরাচালন , দুর্নীতি , লুটপাটমুক্ত শান্তি , সমৃদ্ধির উন্নত ও কর্মমুখর ধোবাউড়া গড়তে সকলের সহযোগীতা কামনা করেন ।
মতবিনিময় সভায় ধোবাউড়া উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল , সদস্য সচিব আনিসুর রহমান মনিক , সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন এবং ধোবাউড়ার বিভিন্ন শ্রেণী – পেশার হযরত আলী , শঙ্কর সাহা ,দেলোয়ার হোসেন , বিকারশন অংজিম , অনিল হাগিদক ,তোফাজ্জল হোসেন খান , আশু বিশ্বাস প্র্রমুখ রাখেন ।