মোঃ রফিকুল ইসলাম খোকন নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে মারামারির ঘটনায় আক্তার হোসেন (৪৭) নামে এক ব্যক্তি খুন হয়েছে। ১২ সেপ্টেম্বর শুক্রবার সকালে উপজেলার নান্দাইল ইউনিয়নের ভাটিসাভার গ্রামে এ খুনের ঘটনা ঘটে। খুনের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে।
নান্দাইল মডেল থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায় , নিহত আক্তার হোসেন ভাটিসাভার গ্রামের মৃত জহিরুলের পুত্র। চাচাতো ভাই সজিব, রাজিব ও ইব্রাহিমদের সাথে জমি সংক্রান্ত পূর্ব বিরোধ ছিল। এর জেরে শুক্রবার সকালে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষের আক্রমনে আক্তার হোসেন গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাঁর চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে পথিমধ্যে সে মারা যায়।
এ বিষয়ে খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশের ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার জালাল উদ্দিন মাহমুদ ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে থানায় নিয়ে আসা হয়েছে।###