ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত ১৫

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত ১৫

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ

ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ১৫ জন। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৭ টায় উপজেলার ভরাডোবা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তাজরিন কটন মিলের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
ভালুকা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা আতিকুর রহমান দুর্ঘনায় দুইজন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উপজেলার ভরাডোবা নামক স্থানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একই লেনে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এসময় বাসে আটকে পড়া চারজনকে উদ্ধার করা হয়। এ ঘটনায় আহত হয়েছে ১৫ জন। আহতদের উদ্ধার করে ভালুকায় উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আহত ১৫ জনের ৬ জনের অবস্থা গুরুতর হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভালুকা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন, রাস্তার কাজ চলার কারণে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের বাস ময়মনসিংহগামী লেনে উঠে। এসময় বিপরিত দিক থেকে আসা ঢাকা থেকে নেত্রকোনাগামী আয়ান পরিবহনের বাসের সাথে মুখোঁমুখিঁ সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জন মারা যায়। এ ঘটনায় আহত হয় আরও ১৫ জন। মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে। তবে, নিহতদের নাম ঠিকানা এখনো জানা যায়নি। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *