স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি ধর্ম,বর্ণ, জাতি, গোষ্ঠী, দল, মত, নির্বিশেষে সকলকে নিয়ে রেইনবো নেশন গড়ে তুলবে । যা জাতিকে এক্সক্লুসিভ ও পজিটিভ বাংলাদেশ উপহার দেবে । তিনি গারো সমপ্রদায়সহ ক্ষুদ্র জাতি গোষ্ঠীর জনগণের প্রতি বিএনপির পাশে থেকে নিজ ঐতিহ্যকে ধারণ করে আধুনিক এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ বিনির্মানের পথযাত্রায় তারেক রহমানের নেতৃত্বে শামিল হবার আহবান জানিয়েছেন ।
এমরান সালেহ প্রিন্স আজ সকালে ময়মনসিংহের হালুয়াঘাটে আলোকিত হালুয়াঘাট গড়ে তুলতে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে গারো সম্প্রদায়ের মাহারী (গোত্র ) ভিত্তিক প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখছিলেন ।
মতবিনিময় সভায় এমরান সালেহ প্রিন্স বলেন , ধর্ম , ভাষা , সংস্কৃতি , গোত্র নির্বিশেষে অমরা সবাই বাংলাদেশী। একাধিক ধর্ম, ভাষা, সংস্কৃতির এই বাংলাদেশে স্বাধীনতা পরবর্তীকালে তৎকালীন আওয়ামী সরকার শুধুমাত্র বাংলা ভাষা ও সংস্কৃতি কেন্দ্রীক জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করে অন্যান্য ভাষা , সংস্কৃতি এবং ক্ষুদ্র জাতি গোষ্ঠীকে অস্বীকার করেছিলো । যার পরিপ্রেক্ষিতে পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরু হয়েছিল । শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পরর্বতীতে সকল ধর্ম, ভাষা, সংস্কৃতি , ইতিহাস, ঐতিহ্যের সমন্বয়ে বাংলাদেশী জাতীয়তবাদ প্রতিষ্ঠা করে দেশবাসীর প্রত্যাশা পূরণ করেছিলেন । তিনি বলেন , দুঃখজনক হলেও সত্য, আওয়ামী লীগ বাংলাদেশী জাতীয়তাবাদের এই মর্মবাণী অপব্যাখ্যা করে অন্যান্য ধর্মাবলম্বী ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে বিভ্রান্ত করেছে । তিনি বলেন , বিএনপি কোনও নির্দিষ্ট ধর্ম বা জাতিগোষ্ঠীর দল নয় । বিএনপি বাংলাদেশে বসবাসকারী সকল ধর্মাবলম্বী ও জাতিগোষ্ঠীর দল। তিনি বলেন , ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে অবহেলা বা অবজ্ঞা নয় , তাদেরকে যথাযথ মর্যাদা ও মুল্যায়ণ এবং তাদের ভাষা, সংস্কৃতি , ঐতিহ্য অক্ষুন্ন রাখতে ও বিরাজমান সমস্যার সমাধান করতে
বিএনপির আগামী সরকার রাষ্ট্রীয় প্রশাসনে পৃথক কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করবে , যা বেগম খালেদা জিয়া তাঁর ভিষন ২০৩০ তে উল্লেখ করেছিলেন । তিনি বলেন , গারো জাতিগোষ্ঠীর ইতিহাস , ঐতিহ্য, ভাষা, সংস্কৃতি ও জীবনধারা ভবিষ্যৎ প্রজন্মের কাছে নির্ভুলভাবে তুলে ধরতে আগামীতে হলুয়াঘাটে পৃথক জাদুঘর বা প্রদর্শনী কেন্দ্র প্রতিষ্ঠা করতে তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন । তিনি বিএনপির পতাকাতলে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান ।
হালুয়াঘাট পৌর শহরের ইমেক্স হোটেলে হালুয়াঘাট ট্রাইবাল এসোসিয়েশনের চেয়ারম্যন সুব্রত রেমার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভাও উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর , যুগ্ম আহবায়ক বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, কাজী ফরিদ আহমেদ পলাশ , চেয়ারম্যান শফিকুর রহমান , গারো সম্প্রদায়ের অপূর্ব ম্রং , শ্যামল রিছিল , আশীষ আজিম , পেরস দারিং, এমিল পথাং , রতন সাংমা, পাষ্টর ফরিদ ম্রং , পাস্টার তুরিদ্র পাঠা, উত্তম রাসাং , নির্পন মালসাম, প্রনুয়েল রুরাম, ফ্রান্সিস ঘাগরা, প্রদীপ বাজি , লিরা চিরান ,শ্রিয়া চিরান , প্রলয় রংদী,সাধুচরণ আজিম প্রমুখ বক্তব্য রাখেন।
মতিউল আলম