ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশাল সদর ইউনিয়নের ঐতিহ্যবাহী বাগান ইসলামিয়া আলিম মাদরাসা ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত হয়ে ১৯৬৫ সালে মাদরাসা শিক্ষা বোর্ডের স্বীকৃতি ও ১৯৮৫ সালে এমপিওভুক্ত হয়। ৬ শতাধিক শিক্ষার্থী নিয়ে দক্ষিণ ত্রিশালের এই একমাত্র আলিম মাদরাসায় এখনো বহুতল ভবন, পর্যাপ্ত ক্লাসরুম, মেয়েদের কমনরুম, নামাজের জায়গা ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নেই।
শিক্ষার্থীরা জানায়, জরাজীর্ণ ভবনে বৃষ্টিতে পানি পড়ে, বসার জায়গা সংকট এবং স্যানিটেশন সমস্যা তীব্র। অবকাঠামোর অভাবে অনেক শিক্ষার্থী অন্য প্রতিষ্ঠানে চলে যাচ্ছে।
অধ্যক্ষ মাওলানা ফয়জুর রহমান দ্রুত বহুতল ভবন, আবাসন ও স্যানিটেশন উন্নয়নের দাবি জানান। উপজেলা শিক্ষা কর্মকর্তা ও নির্বাহী অফিসার বলেন, সমস্যাগুলো জানা আছে এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে দ্রুত উদ্যোগ নেয়া হবে।
৭০ বছরের ঐতিহ্যের এই মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা সরকারি সহায়তায় আধুনিক অবকাঠামোর দ্রুত বাস্তবায়ন প্রত্যাশা করছেন।