ময়মনসিংহে ব্যবসার আড়ালে হোটেলে ছেলে-মেয়েদের অনৈতিক সুযোগ দিলে ব্যবস্থা – ময়মনসিংহ টুরিস্ট পুলিশ সুপার

ময়মনসিংহে ব্যবসার আড়ালে হোটেলে ছেলে-মেয়েদের অনৈতিক সুযোগ দিলে ব্যবস্থা – ময়মনসিংহ টুরিস্ট পুলিশ সুপার

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহে যারা ব্যবসার আড়ালে হোটেলে ছেলে মেয়েদের অসামাজিক কার্যকলাপ করতে সুযোগ করে দিচ্ছেন তাদেরকে আইনের আওতায় আনার কথা জানিয়েছেন ময়মনসিংহ টুরিস্ট পুলিশ সুপার নাইমুল হক। ব্যবসা সুন্দর ভাবে নিয়ম অনুযায়ী পরিচালনা করতে হবে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নগরীর হেরা আবাসিক হোটেলে ময়মনসিংহের পর্যটন বিকাশে বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভার তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ব্যবসায়ীদের সাথে কথা বলে পর্যটকদের হয়রানি না করার পাশাপাশি হোটেলে অসামাজিক কার্যকলাপ বন্ধে নির্দেশনা দেয়া হয়েছে। কোন মেয়ে ছেলেকে হোটেলে জায়গা দিলে রেপুটেশন নষ্ট হয়। তাই ব্যবসা পরিচালনায় সবাইকে সর্তক হতে হবে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে সকল ধরনের ব্যবস্থার কথাও জানান তিনি।

হোটেল হেরার স্বত্বাধিকারী মোফাখখারুল ইসলাম খোকনের সভাপতিত্বে মতবিনিময় ময়মনসিংহ দোকান মালিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামান ছোটন, হোটেল রেস্তুরা মালিক সমিতির সভাপতি খন্দকার শরীফ আহমেদ, নিরাপদ সড়ক চাই আন্দোলন জেলার সভাপতি আব্দুল কাদের চৌধুরী মোন্না, সাংবাদিক ইলিয়াস আহমেদ প্রমূখ বক্তব্য রাখেন। পরে পুলিশ সুপারকে ক্রেস্ট প্রদান করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *