জামায়াত বিদেশের দান-জাকাতের টাকা এনে আওয়ামী আমলের মতো ভিক্ষুকের জাতিতে পরিণত করতে চায়–প্রিন্স

জামায়াত বিদেশের দান-জাকাতের টাকা এনে আওয়ামী আমলের মতো ভিক্ষুকের জাতিতে পরিণত করতে চায়–প্রিন্স

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স যুক্তরাষ্ট্রে জামায়াতে ইসলমীর নায়েবে আমীরের বক্তব্যের তীব্র সমালোচনা করে বলেছেন , জামায়াতে ইসলামী বিদেশের দান-জাকাতের টাকা ভিক্ষা করে এনে আবার দেশকে স্বাধীনতা পরবর্তী আওয়ামী আমলের মতো ভিক্ষুকের জাতিতে পরিণত করতে চায় । বিএনপি ও তারেক রহমান ভিক্ষা করে আনা জাকাতের টাকায় নয় , মাথার ঘাম পায়ে ফেলে আত্মমর্যাদার সাথে উপার্জন করে বেকার মানুষদেরকে স্বাবলম্বী করবে ।জনগণের রায়ে সরকার পরিচালনাকালে ১৮ মাসের মধ্যে এক কোটি যুবকের কর্মসংস্থান করবে ।

তিনি আজ বিকেলে ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের এরশাদ বাজারে ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রখছিলেন । এর আগে তিনি আজ দুপুরে একই ইউনিয়নের ঘলইভাঙ্গা মাদ্রাসা মাঠে ৭ নং ওয়ার্ড বিএনপির সম্মেলনে বক্তব্য রাখেন ।

এছাড়াও আজ সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত তিনি ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ও বাঘবেড় ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপে দূর্গা পূজা পরিদর্শন ও অনুদানও প্রদান করেন ।

ওয়ার্ড বিএনপির সন্মেলন সমূহে এমরান সালেহ প্রিন্স বলেন , খয়রাতি মানসিকতা নয় , আত্মমর্যাদায় বলিয়ান হয়ে শহীদ জিয়ার পথ ধরে তারেক রহমান উন্নয়ন, উৎপাদন , প্রগতির রাজনীতি করে । সম্মেলন সমূহে এমরান সালেহ প্রিন্স বলেন , শহীদ জিয়া শিখিয়ে গেছেন , কিভাবে আত্মমর্যাদার সাথে বাঁচতে হয় । স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগের লুটপাট , দুর্নীতির কারণে বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি নামে বিশ্বে পরিচিতি পেয়েছিলো । দেশ পরিচালনার দায়িত্ব পালনকালে শহীদ জিয়া মধ্যপ্রাচ্যের রাজা-বাদশাদের দান-যাকাতের প্রস্তাব বিনয়ের সাথে ফিরিয়ে দিয়ে বলেছিলেন “করুণা নয় কাজ দিন ,শ্রমিক নিন , আমাদের মানুষ আপনাদের দেশে মাথার ঘাম পায়ে ফেলে কাজের মাধ্যমে অর্থ উপার্জন করে স্বাবলম্বী হবে , দেশ বৈদেশিক মুদ্রা অর্জন করবে ।” শহীদ জিয়া ও বিএনপির নীতি হলো আত্মমর্যাদার সঙ্গে উপার্জন। জামায়তের নীতি যাকাত-ফিতরায় টিকে থাকা। তিনি বলেন , দেশ পরিচালনায় অভিজ্ঞতা, দেশপ্রেম , আত্মমর্যাদা , অঙ্গীকার একান্ত প্রয়োজন , যা একমাত্র বিএনপির আছে , বিএনপির আছে অভিজ্ঞতা ও সাফল্য , যা অন্য কোনো দলের নেই । সেকারণেই বিএনপি জনপ্রিয়তার শীর্ষে থাকে , জনগণ বিএনপিকে বার বার বেছে নেয়, দেশ পরিচালনার দায়িত্ব দেয়, ইনশাআল্লাহ আসন্ন নির্বাচনেও দেবে । তিনি নেতাকর্মীদের প্রতি বিনয়ী হয়ে , ঘরে ঘরে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করার আহবান জানিয়ে বলেন , শুধু ভোট চাইলেই হবে না , ভোটের পর দেশ ও জনকল্যাণে ধানের শীষের সরকারের অস্বচ্ছল জনসাধারনের জন্য বিনামূল্যে চিকিৎসা, অস্বচ্ছল পরিবারকে খাদ্যদ্রব্য সরবরাহ , অস্বচ্ছল কৃষককে ফসল উৎপাদনে আর্থিক প্রণোদনা , বেকার ভাতা , প্রথম ১৮ মাসে এক কোটি কর্মসংস্থান , কৃষিপন্যের ন্যায্যমূল্য নিশ্চিতে ইউনিয়নে সরকারী ধান ক্রয়কেন্দ্র স্থাপন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে ন্যায্যমূল্যের বিক্রয়কেন্দ্র স্থাপন , নারীর শিক্ষা,নিরাপদ কর্মসংস্থান , মর্যাদা নিশ্চিত , শ্রমিক এবং সরকারি ও বেসরকারী কর্মকর্তা-কর্মচারীর ন্যায্য মুজুরী নির্ধারণসহ জনকল্যাণে কর্মসূচী সমুহ তুলে ধরারও আহবান জানান ।তিনি বলেন , ওয়ার্ড বিএনপির সন্মেলনের মাধ্যমে বিএনপির নব জাগরণ শুরু হলো এবং আগামী দুই সপ্তাহ পর সন্মেলন সমাপ্ত ওয়ার্ডে গ্রাম, পাড়া, মহল্লায় “ভোটের যাত্রা” শুরু হবে ।

সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এমরান সালেহ প্রিন্স ঘোষগাঁও ইউনিয়নের সনাতন নারীদের দ্বারা পরিচালিত ডিফুলিয়া পাড়া , ভালুকপাড়া পূজা মণ্ডপসহ বাঘবেড় ইউনিয়নের মুন্সিরহাট ,সনন্দখিলা , সালকোনা গ্রামে পূজামন্ডপ পরিদর্শন করেন । এসময় হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষ শঙ্খ বাজিয়ে , ঢোল পিটিয়ে উলুধ্বনি দিয়ে এমরান সালেহ প্রিন্সকে স্বাগত জানান । এমরান সালেহ প্রিন্স পুজামন্ডপ ঘুরে ঘুরে উপস্থিত ভক্ত ও পূজারীদের দুর্গাপুজার শুভেচ্ছা জানান ।

এসময় ভক্ত পূজারীদের উদ্দেশ্যে এমরান সালেহ প্রিন্স বেগম খালেদা জিয়া , তারেক রহমান ও তার নিজের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলেন , দূর্গা পুজা হিন্দু ধর্মাবলম্বী সকলের জীবনে সুখ , শান্তি , সমৃদ্ধি বয়ে আনুক , এই প্রত্যাশা করি । তিনি বলেন , বিএনপি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল বাংলাদেশীদের দল ।বিএনপি সকল ধর্মের মূল্যবোধকে বিএনপি সম্মান করে । বিএনপি সকল ধর্মের স্বাধীনতা নিশ্চিত করবে । “ধর্ম যার যার রাস্ট্র সবার “ নীতিতে বিএনপি বিশ্বাসী ।সকল ধর্মের উৎসব-পার্বণে , সুখ – দুঃখে তাদের পাশে থাকে । তিনি বিএনপির প্রতি হিন্দু ধর্মাবলম্বীদের আস্থা রাখার আহবান জানিয়ে বলেন , এই আস্থার প্রতিদান বিএনপি দেবে ।

সন্মেলন সমূহে ঘোষগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান মেম্বরের সভাপতিত্বে ও সদস্য সচিব আবদুল মতিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে সাবক উপজেলা চেয়ারম্যান মফিজ উদ্দিন , ধোবাউড়া উপজেলা বিএনপির
আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল , সদস্য সচিব আনিসুর রহমান মানিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন লিটন , যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম , আবদুল মমিন শাহীন, জেলা যুব দলের সহ সভাপতি আবুল কাশেম ডলার, জেলা কৃষক দলের আহ্বায়ক নয়ন মণ্ডল , জেলা যুব দলের যুগ্ম সম্পাদক ফরহাদ আল রাজি , ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মজিবুর রহমান , কালাম মিয়া , সাইদুল ইসলাম , আল মামুন , নূর মোহাম্মদ , মারফত আলী প্র্রমুখ , গারো প্রতিনিধি মার্থাদাল মদ , কবিতা আজিম রাখেন ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *