স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে প্লাস্টিকের বিকল্প ব্যাবহার বিষয়ক কর্মশালা ২৯ সেপ্টেম্বর পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক শেখ নাজমুল হুদা বিভাগীয় অফিসের উদ পরিচালক নুর কুতুবে আলম সিদ্দিক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহকারী কমিশনার আবদুল্লাহ আল নুর। সহকারী পরিচালক আল মাহমুদ, পরিবেশ বাদী নেএী সেলিমা বেগম, প্রবন্ধ উপস্থাপনা করেন সহকারী পরিচালক সাবিকুন্নাহার, কর্মশালার সঞ্চালনা করেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মাহবুবুল ইসলাম।প্রধান অতিথি বলেন প্লাস্টিকের ব্যাবহারের প্রভাবে পরিবেশ দুষনীয় হয়ে পড়েছে। প্লাস্টিকের বিকল্প ব্যাবহা করার জন্য জোড় দেন। তিনি আরও বলেন প্লাস্টিকের জন্য পরিবেশের বড় হুমকি হয়ে পড়েছে। কর্মশালায় সুশীল সমাজের প্রতিনিধি, পরিবেশ বাদী সংগঠনের নেতৃবৃন্দ ও মিডিয়ায় প্রতিনিধিরা অংশ গ্রহন করেন।