ফুলপুরে দেবর-ভাবির পরকীয়া সম্পর্ক দেখে ফেলায় এক যুবক খুন

ফুলপুরে দেবর-ভাবির পরকীয়া সম্পর্ক দেখে ফেলায় এক যুবক খুন

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ

ময়মনসিংহের ফুলপুরে দেবর-ভাবির পরকীয়া সম্পর্ক দেখে ফেলায় ইকবাল হোসেন (৩০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।

শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভাইকান্দি ইউনিয়নের রঘুরামপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ইকবাল হোসেন একই গ্রামের বাবুল মিয়ার ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রঘুরামপুর গ্রামের রমজান আলী কাজের সুবাদে ঢাকায় থাকেন। এ সুযোগে গ্রামে রমজান আলীর চাচাতো ভাই সাদ্দামের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়ান স্ত্রী সোহেলী আক্তার। চার দিন আগে সোহেলী আক্তার ও সাদ্দামকে দেখে ফেলেন ভাতিজা ইকবাল।
ঘটনাটি এলাকায় জানাজানি হওয়ায় সাদ্দাম ও তার ভাতিজা ইকবালের মাঝে ঝগড়া হয়। শনিবার রাত সাড়ে ৮টার দিকে সাদ্দামের পরিবার ও ইকবালের পরিবারের সদস্যদের মারামারির একপর্যায়ে ইকবালের পেটে ছুরিকাঘাত করেন সাদ্দাম। মারামারিতে আহত হন আরও তিনজন। স্থানীয় লোকজন আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইকবালকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদি বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। হত্যায় জড়িতকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *