স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহের ধোবাউড়ায় জমি নিয়ে বিরোধের জেরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সোহেল মিয়ার পরিবারের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে শহীদ সোহেল মিয়ার খালাতো ভাই ইয়াসিন মিয়া (২৫) নিহত হয়েছে। একই সাথে শহীদ সোহেল মিয়ার ভাই রুবেল মিয়ার অন্তসত্ত্বা স্ত্রীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার গোয়াতলা ইউনিয়নের ছনাটিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ইয়াসিন মিয়ার ওই এলাকার হারুন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, ছনাটিয়া বিলে বিরোধপূর্ণ জমিতে মাছ ধরতে যায় শহীদ সোহেল মিয়ার ভাই রুবেল মিয়া ও পরিবারের অন্যান্য লোকজন। এসময় প্রতিপক্ষের লোকজন অস্ত্র নিয়ে হামলা করে। এতে শহীদ পরিবারের অন্তত ১০ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্বার করে স্থানীয় স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ১০ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ময়মনসিংহ মেডিকেলে যাওয়ার পথে ইয়াসিনের মৃত্যু হয়।
এবিষয়ে গোয়াতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম টুটন বলেন, জমি নিয়ে বিরোধেই মারামারি হয়েছে। এতে শহীদ সোহেল মিয়ার খালাতো ভাই মারা গেছে এবং তাদের পরিবারের লোকজনই বেশি আহত হয়েছে।
ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ তিনজনকে আটক করেছে। মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এনায়েতুর রহমান