You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজ ডেস্কঃ ময়মনসিংহ সিটি কর্পোরেশন ১৬টি এলাকা করোনায় ঝুঁকিপূর্ণ হিসেবে চিহৃিত করে সর্তকবার্তা জারী করা হয়েছে।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার জানান, সিটি কিছু এলাকায় অধিক করোনা ভাইরাসে আক্রান্ত এলাকা হিসেবে চিহ্নিত করে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। এইসব এলাকায় গত ৫ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত ১৩ দিনে ৩১১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
এসব ঝুকিপুর্ণ এলাকা গুলো হচ্ছে নতুন বাজার,বাউন্ডারী রোড, চরপাড়া-নয়াপাড়া, মাসকান্দা, শিকারীকান্দা, দিগারকান্দা, ভাটিকাশর, কৃষ্টপুর, আলীয়ামাদ্রাসা, বলাশপুর, কেওয়াটখালী, কালিবাড়ী রোড, কাচিঝুলি, আকুয়া-চুকাইতলা-মাদ্রাসা কোয়াটার, নওমহল, সারদা ঘোষ রোড, আর কে মিশন রোড। তাই ওই এলাকায় যাতায়ত ও ভ্রমণে সর্তক থাকা এবং ঘরে থেকে সুস্থ্য থাকার জন্য ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু আহ্বান জানিয়েছেন ।