মোঃ রফিকুল ইসলাম খোকন, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
১৫৩ ময়মনসিংহ – ৯ নান্দাইল আসনে ইয়াসের খান চৌধুরী মনোনয়ন পাওয়ায় উচ্ছ্বসিত নান্দাইলের বিএনপি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ সদর উত্তর জেলা বিএনপির সদস্য নান্দাইল উপজেলা বিএনপির আহবায়ক ইয়াসের খান চৌধুরী ময়মনসিংহ-৯ আসন থেকে বিএনপির মনোনয়ন পাওয়ায় উচ্ছ্বাসিত নান্দাইল উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি ও নান্দাইল আসনের সাবেক সংসদ সদস্য আনওয়ারুল হোসেন খান চৌধুরীর একমাত্র পুত্র ইয়াসের খান চৌধুরী।
সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করার পর রাতেই উপজেলা সদর সহ ১৩টি ইউনিয়ন ও পৌর সভায় নেতাকর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে আনন্দ মিছিল করেছে।
শোডাউনটি নান্দাইল পৌরসভার নতুন বাজার এলাকা থেকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে কানুরামপুর নান্দাইল চৌরাস্তা এবং মুশুলী হয়ে পুনরায় নান্দাইল সদরে এসে মিলিত হয়। মিছিলের নেতৃত্ব ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির ও সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লিটন। এরপর মঙ্গলবার রাতে আরো কয়েকটি স্থানে আনন্দ মিছিল করে মিষ্টি বিতরণ করে নেতাকর্মীরা। ###