ময়মনসিংহে ডিবির হাতে তিন হেরোইন ব্যবসায়ী গ্রেফতার
April 20, 2021
144
No Comments
You must need to login..!
বিএমটিভি নিউজ ডেস্কঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। তাদের কাছ থেকে ১২ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। জেলা সদরের চুরখাই এলাকা থেকে সোমবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসাবে সোমবার রাতে ডিবির এসআই আনোয়ার হোসেন সংগীয় অফিসার ফোর্সসহ জেলা সদরের চুরখাই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে তিনি মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, শোয়েবুল আমিন, আবু আহম্মেদ ও মোঃ ফারুক। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। মঙ্গলবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ