নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
দৈনিক ইত্তেফাকের নান্দাইল সংবাদদাতা, প্রেসক্লাব নান্দাইলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম ভূঁইয়া (৫০) ৭ নভেম্বর শুক্রবার সকাল ৬ টায় ময়মনসিংহ কমিউনিটি বেজ্ড মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল ফরমাইয়াছেন।( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শাহ্ আলম ভূঁইয়া দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। নান্দাইল উপজেলার ৩ নান্দাইল ইউনিয়নের বলদার চর গ্ৰামের সাহেব আলী ভূঁইয়ার পুত্র শাহ্ আলম ভূঁইয়া মৃত্যুকালে পিতা, মাতা, স্ত্রী ও একমাত্র কন্যা সন্তান, আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম শাহ্ আলম ভূঁইয়া দৈনিক মানবজমিনে প্রতিষ্ঠা লগ্ন থেকে ১৯৯৯ পর্যন্ত নান্দাইল উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন ।আসর নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় প্রশাসন ও সাংবাদিক নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।###