নান্দাইলে বিপ্লব ও সংহতি দিবসে মনোনয়ন বঞ্চিত চার প্রার্থী এক মঞ্চে

নান্দাইলে বিপ্লব ও সংহতি দিবসে মনোনয়ন বঞ্চিত চার প্রার্থী এক মঞ্চে

BMTV Desk No Comments

মোঃ রফিকুল ইসলাম খোকন, নান্দাইল(ময়মনসিংহ) প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত “বিপ্লব ও সংহতি দিবস”-এর কর্মসূচিকে কেন্দ্র করে ময়মনসিংহের নান্দাইলে বিরল রাজনৈতিক দৃশ্যের অবতারণা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নান্দাইল (ময়মনসিংহ-৯) আসনের মনোনয়ন প্রত্যাশী পাঁচ নেতার মধ্যে মনোনয়ন পাওয়া প্রার্থী ব্যতীত বাকি চারজন একই মঞ্চে উঠে মনোনয়ন পরিবর্তনের দাবি জানিয়েছেন। নান্দাইল আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন মেজর জেনারেল (অব.) আনোয়ারুল মোমেন, বিগ্রেডিয়ার(অবঃ) ডাঃ একেএম শামসুল ইসলাম সূর্য, সাবেক সংসদ সদস্য খুররম খান চৌধুরীর পুত্র নাসের খান চৌধুরী,ইয়াসের খান চৌধুরী এবং মামুন বিন আব্দুল মান্নান।দলের কেন্দ্রীয় সিদ্ধান্তে শেষ পর্যন্ত ইয়াসের খান চৌধুরীকে প্রার্থী ঘোষণা করা হয়। এ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে মনোনয়ন বঞ্চিত বাকি চারজন প্রার্থী ও তাদের সমর্থকরা শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে “বিপ্লব ও সংহতি দিবস” উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে একত্রিত হন। তাঁরা যৌথভাবে ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়ে কয়েক হাজার নেতাকর্মীকে সঙ্গে নিয়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে নান্দাইল পৌর এলাকার প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন।বক্তারা অভিযোগ করেন, স্থানীয় নেতৃত্ব, ত্যাগী নেতাকর্মী ও জনগণের মতামত উপেক্ষা করে প্রার্থীকে নির্বাচনী মাঠে নামানো হয়েছে। নান্দাইল বিএনপির মূল শক্তি হলো তৃণমূল আর সেই তৃণমূলের কণ্ঠরোধ করা হলে আন্দোলন কঠিন আকার ধারণ করবে বলে ঘোষনা দেন বক্তারা।”সমাবেশে উপস্থিত ছিলেন মেজর জেনারেল (অবঃ) আনোয়ারুল মোমেন, বিগ্রেডিয়ার( অবঃ) ডাঃ একেএম শামসুল ইসলাম সূর্য, মামুন বিন আব্দুল মান্নান । নাসের খান চৌধুরী দেশের বাহিরে অবস্থান করায় তার অনুসারী নেতাকর্মী সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নান্দাইল বিএনপিতে এই অভ্যন্তরীণ বিভক্তি সামনের নির্বাচনী মাঠে প্রভাব ফেলতে পারে।###

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *