গৌরীপুরে বিএনপির আহবায়ক হিরনসহ ৫ বিএনপি নেতা বহিস্কার

গৌরীপুরে বিএনপির আহবায়ক হিরনসহ ৫ বিএনপি নেতা বহিস্কার

BMTV Desk No Comments

এনায়েতুর রহমান, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা বিএনপির আহবায়ক আহাম্মদ তায়েবুর রহমান (হিরন)সহ ৫ নেতাকে প্রাথমিক সদস্যপদ এবং সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।রোববার (৯ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব এ্যাডভোকেট রহুল কবীর রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।বহিস্কৃতরা অন্যানরা হলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম খোকন, সদস্য মাসুদ পারভেজ কার্জন; গৌরীপুর পৌর বিএনপি’র সদস্য সচিব- সুজিত কুমার দাস ও যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান পলাশ।


শৃঙ্খলা ভঙ্গ করে দলের অভ্যন্তরে হাঙ্গামা, সহিংসতা, রক্তপাতসহ সন্ত্রাসী কার্যকলাপ করার অপরাধে তাদের বহিস্কার করা হয়।
উল্লেখ্য, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন। মনোনয়ন বঞ্চিত হয় উপজেলা বিএনপির আহ্বায়ক তায়েবুর রহমান হিরন। মনোনয়ন বঞ্চিত হওয়ার পর থেকে রেলপথ অবরোধ, সড়ক অবরোধ করে আগুন দেয়ার মত কর্মসুচি পালন করে আসছিলেন। রবিবার বিকালে ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেনের সমাবেশ ছিল হোস্টেল মাঠে এবং একই সময়ে আহমেদ তায়েবুর রহমান হিরনের কর্মসুচি ছিল গৌরীপুর মধ্য বাজারে। একই সময়ে দুই পক্ষের সমাবেশে যাওয়ার পথে দুই পক্ষ মুখোমুখি হলে সংঘর্ষে জড়ায়। দুই গ্রপের সংঘর্ষে মঞ্চ, চেয়ার মোটরসাইকেল ও দুটি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করা হয়েছে। এসময় ভাংচুর করা ব্যবসা প্রতিষ্ঠান থেকে মালামাল বের করে মালামালে আগুন দেয়ার ঘটনা ঘটে। এ সময় ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের নেতা তানজিন আহমেদ মিঠু নিহত হয়।

এনায়েতুর রহমান

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *