স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থানের জন্য প্যাট্রোলিং (টহল) বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘কেপিআইগুলোতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।’
মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।
এদিকে বাসে আগুন দেয়াকে কেন্দ্র করে যেখানে-সেখানে খোলা তেল বিক্রি বন্ধসহ বিভিন্ন ব্যবস্থা নেয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
স্বরাষ্টা উপদেষ্টা বলেন, ‘যেসব সন্ত্রাসীরা বের হয়ে যাচ্ছেন অর্থাৎ ছাড়া পাচ্ছে, তারা অন্য ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে আইনের আওতায় নিয়ে আসা হবে।’