প্রেমের ফাঁদে কৌশলে ডাক্তার অপহরণ ত্রিশালে নারীসহ ৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৪

প্রেমের ফাঁদে কৌশলে ডাক্তার অপহরণ ত্রিশালে নারীসহ ৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৪

BMTV Desk No Comments

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশালে ফেসবুকের ফেক আইডির প্রেমের ফাঁদে ফেলে এক চিকিৎসককে অপহরণ, মারধর ও ভয়ভীতি দেখিয়ে ৩ লাখ ২ হাজার ৫০০ টাকা আদায়ের ঘটনায় নারীসহ ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে।

এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ডা. শফিকুল ইসলাম (৪৩) শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএন্ডএফপিও। ১৬ নভেম্বর ‘জুই চৌধুরী’ নামের একটি ফেক আইডির মাধ্যমে তানিয়া আক্তার নামে এক নারীর সঙ্গে তার পরিচয় হয়। নিয়মিত কথাবার্তার একপর্যায়ে তানিয়া তাকে ত্রিশালে দেখা করতে বলেন।

১৯ নভেম্বর বিকাল ৩টা ৪০ মিনিটে তিনি ত্রিশালে পৌঁছালে আসামি সিয়াম তাকে বাসস্ট্যান্ড থেকে নিয়ে উজানপাড়ার একটি ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে তানিয়ার সঙ্গে কথা বলার সময় রবিউল মোল্লা, আবুল বাশার, ফরিদুল ইসলামসহ আরও কয়েকজন কক্ষে ঢুকে ডাক্তারকে জিম্মি করে ফেলে। পরে সোনালী, রাজনা, রাবেয়াসহ আরও নারী আসামিরা এসে তাকে ঘিরে ধরে।

পরিকল্পিতভাবে তারা ডাক্তারের পোশাক অর্ধেক খুলে, দুই নারীকে পাশে বসিয়ে তার ভিডিও ও ছবি ধারণ করে। এরপর তাকে ১০ লাখ টাকা দাবি করে এবং টাকা না দিলে হত্যা ও লাশ গুমের হুমকি দেয়। গলায় ছুরি ধরে ভয় দেখানো হয়।

প্রাণভয়ে ডাক্তার প্রথমে নিজের কাছে থাকা ২২,৫০০ টাকা দেন। এরপর ভয়ভীতি ও মারধর করে তার আত্মীয়দের মাধ্যমে বিকাশের বিভিন্ন নম্বরে ২ লাখ ৮০ হাজার টাকা পাঠাতে বাধ্য করা হয়। টাকা নেওয়ার পর হুমকি দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

ঘটনার পর রাত ৯টার দিকে তিনি ত্রিশাল থানা পুলিশকে জানান। পুলিশ অভিযান চালিয়ে বীররামপুর এলাকা থেকে রবিউল, সোনালী, রাজনা ও আমিরনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ৫৬,৮৫০ টাকা এবং ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহম্মদ জানান, বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং এটি সুপরিকল্পিত অপহরণ ও চাঁদাবাজির ঘটনা বলে নিশ্চিত হওয়া গেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *