ডাকসু সদস‍্য রাফিয়ার বাসায় অগ্নিসংযোগ মামলায় গ্রেপ্তার ৪

ডাকসু সদস‍্য রাফিয়ার বাসায় অগ্নিসংযোগ মামলায় গ্রেপ্তার ৪

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচিত (ডাকসু’র) স্বতন্ত্র সদস্য উম্মা উসওয়াতুন রাফির বাসায় অগ্নিসংযোগের মামলায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, নগরীর মৃত আব্দুল জলিলেের ছেলে মো. মাসুদ রানা (৪৫), আব্দুল জব্বারের ছেলে আরিফ (৩০), শফিউদ্দিন মিন্টুর ছেলে বিপুল (২১), আ. সালামের ছেলে রাজন (১৯)।

শুক্রবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে ময়মনসিংহ জেলা পুলিশ কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে (২০ নভেম্বর) বৃহস্পতিবার থেকে আজ শুক্রবার দিনব্যাপী অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, গত বুধবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের ঢোলাদিয়া এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচিত (ডাকসু’র) স্বতন্ত্র সদস্য উম্মা উসওয়াতুন রাফির বাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরির্দশন করে। এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে থানায় বিস্ফোরক আইনে মামলার পর অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দ্রুত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এনায়েতুর রহমান

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *