স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
বিএনপি’র যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন,বিএনপি ধর্মীয় মূল্যবোধ, ধর্মীয় স্বাধীনতা ও নৈতিক সমাজ প্রতিষ্ঠায় বিশ্বাস করে। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে এমন একটি সমাজ গড়ে তোলা হবে যেখানে অন্যায়–অবিচার ও অনৈতিকতা থেকে দূরে থাকতে সবাই ধর্মীয় অনুশাসন মেনে চলবে।তিনি বলেন “ধর্ম আমাদেরকে সৎ, ন্যায়পরায়ণ ও শান্তিপ্রিয় হতে শিক্ষা দেয়। ইসলাম শান্তির ধর্ম—ইসলামে জঙ্গিবাদ ও উগ্রবাদের কোনো স্থান নেই।” তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক উদ্দেশ্যে অহরহ আলেম–ওলামাদের জঙ্গি হিসেবে চিহ্নিত করে দমন নিপিড়ন করা হয়েছে ।
তিনি বলেন, এর মাধ্যমে ব্যক্তিগত ও সামাজিক জীবনে নৈতিকতা, শান্তি ও সম্প্রীতি বৃদ্ধি পাবে এবং জনগণ ইতিবাচক সামাজিক পরিবর্তনের কাজে উদ্বুদ্ধ হবে।
আজ দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাট বিএনপি ধর্মীয় মূল্যবোধ, ধর্মীয় স্বাধীনতা ও নৈতিক সমাজ প্রতিষ্ঠায় বিশ্বাস করে—এ কথা উল্লেখ করে বিএনপি’র যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে এমন একটি সমাজ গড়ে তোলা হবে যেখানে অন্যায়–অবিচার ও অনৈতিকতা থেকে দূরে থাকতে সবাই ধর্মীয় অনুশাসন মেনে চলবে।

আজ দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের মহিষলেটি মাদ্রাসা প্রাঙ্গণে ইউনিয়নের আলেম–ওলামা, ইমাম–মোয়াজ্জিন এবং মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আলোকিত হালুয়াঘাট গড়ার লক্ষ্যে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে এই অনুষ্ঠানে উপস্থিত আলেম–ওলামাগণ আসন্ন নির্বাচনে ময়মনসিংহ–১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ ইমরান সালেহ প্রিন্সকে সমর্থন ঘোষণা করেন। তারা হালুয়াঘাটের মসজিদ–মাদ্রাসার উন্নয়নে তাঁর সহযোগিতাও কামনা করেন।
মতবিনিময় সভায় এমরান সালেহ প্রিন্স আলেম ওলামাদের প্রতি বিএনপির প্রতি আস্থা ও বিশ্বাস রাখার আহবান জানিয়ে বলেন , বিএনপি ইসলামের বিরুদ্ধে কখনো কোনো আইন বা পদক্ষেপ নেবে না । বিএনপি ইসলামী মূল্যবোধকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ইসলমের রীতি নীতি ও সংস্কৃতিকে লালন ও বিকাশে পদক্ষেপ নেবে । তিনি বলেন বিএনপি ইসলামকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করবে না , বরং পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে বিকশিত করতে সহায়ক ভূমিকা পালন করবে ।
তিনি বলেন, বিএনপি ধর্মীয় মূল্যবোধ সু প্রতিষ্ঠিত করবে । এর মাধ্যমে মানুষের মাঝে সততা, ন্যায়বিচার, দয়া, ক্ষমা, ধৈর্য, সহানুভূতি ও অন্যান্য নৈতিক–চারিত্রিক গুণাবলী প্রতিষ্ঠিত হবে এবং ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে শৃঙ্খলাপূর্ণ, শান্তিময় ও উন্নত জীবন নিশ্চিত হবে।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম এবং রাষ্ট্রীয় মূল নীতিতে ধর্মীয় মূল্যবোধ ও সর্ব শক্তিমান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস সংযোজন করেছিল । আওয়ামী লীগ বিগত আমলে সংবিধান সংশোধন করে তা বাতিল করে দেয় ।
তিনি ঘোষণা করেন, জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্রীয় মূলনীতিতে ধর্মীয় মূল্যবোধ এবং সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস আরো সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠা করা হবে।
আলেম–ওলামাদের উদ্দেশে তিনি বলেন “বিএনপি কখনো ইসলামবিরোধী কোনো আইন বা পদক্ষেপ নেবে না—এ বিষয়ে আপনারা দৃঢ় বিশ্বাস রাখতে পারেন।”
জামায়াতে ইসলামী প্রসঙ্গে তিনি বলেন, ইসলমের নামে রাজনীতি করে ধর্মপ্রাণ মুসলামনদের সাথে প্রতারণা করছে । তারা মওদুদীবাদের ইসলামে বিশ্বাস করে । যা বিশ্বনবী হযরত মুহম্মদ (দ:) এর প্রচারিত ইসলাম থেকে পৃথক ।
“তারা ইসলামী শরিয়া বাস্তবায়নের কথা বলে ধর্মপ্রাণ মুসলমানদের সঙ্গে প্রতারণা করছে। মুখে শরিয়ার কথা বললেও ভারতের অনুকম্পা পেতে গিয়ে তারা বিদেশি নেতাদের কাছে তা অস্বীকার করছে। ক্ষমতার লোভে নিজেদের প্রতীক থেকে আল্লাহর নাম সরাতে তাদের দ্বিধা নেই।”
তিনি আরও বলেন, তারা ইসলামকে নিয়ে রাজনীতি করে; বিএনপি ইসলাম বা কোনো ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে না—বরং ধর্মীয় মূল্যবোধকে অগ্রাধিকার দিয়ে তার সঠিক প্রতিষ্ঠায় কাজ করে।
ভুবনকুড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রমজান আলী জহিরের সভাপতিত্বে ও সদস্য সচিব জাকির হোসেন এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে হালুয়াঘাট উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল , মহিষলেটি দাখিল মাদ্রাসার সুপার অস্তার আলী , ভুবনকুড়া দাখিল মাদ্রাসার সুপার আবুল বাশার , মহিষলেটি বায়তুস সালাম জামে মসজিদের ssঅভাপতই রফিকুল ইসলাম , লক্ষীকুড়াবায়তুন নূর জামে মসজিদের ইমাম নজরুল ইসলাম , আল হীরা জামে মসজিদের সভাপতি ইসহাক আলী প্রমুখ বক্তব্য রাখেন ।
এমরান সালেহ প্রিন্স আজ সকালে হলুয়াঘাটের ধারা ইউনিয়নের মাঝিয়াইল গ্রামে ঐতিহ্যবাহী জামিয়া হোসাইনিয়া দারুল উলুম মাদরাসা পরিদর্শণ করেন এবং শিক্ষক ও ছাত্রদের সাথে মতবিনিময় করেন ।
দুপুরে তিনি ভুবনকুড়া ইউনিয়নের ঝলঝলিয়া ব্যাপিস্ট মিশনে গারো সম্প্রদায়ের নবান্ন উৎসব “ওয়ানগালা” অনুষ্ঠানে যোগ দিয়ে সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন ।
বিকেলে তিনি একই ইউনিয়নের তেলিখালী বাজারে গণ সংযোগ করেন ও পথসভায় বক্তব্য রাখেন । এসময় তিনি সকলের কাছে ভোট প্রার্থনা করেন ।