ময়মনসিংহে নাগরিক প্লাটফর্মের উদ্যোগে সাধারণ মানুষের প্রত্যাশা ও তা পূরণের উপায় নিয়ে নাগরিক সংলাপ

ময়মনসিংহে নাগরিক প্লাটফর্মের উদ্যোগে সাধারণ মানুষের প্রত্যাশা ও তা পূরণের উপায় নিয়ে নাগরিক সংলাপ

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহে নাগরিক প্ল্যাটফর্মের প্রাক্-নির্বাচনী আঞ্চলিক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ময়মনসিংহ নগরীর চর কালিবাড়ি এলাকায় ব্র্যাক লার্নিং সেন্টারের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ও নাগরিক প্ল্যাটফর্মের আহবায়ক অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য এর পরিচালনা তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত শোনেন। সাধারণ মানুষের প্রত্যাশা ও তা পূরণের উপায় নিয়ে এই নাগরিক সংলাপের আয়োজন করা হয়। পাশাপাশি এসময় সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ও নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত শোনেন। নাগরিক সংলাপে নির্বাচন পরবর্তী সরকারের কাছে নাগরিকরা তাদের বিভিন্ন প্রত্যাশা ব্যক্ত করেন। এতে বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র ব্যবস্থা, সুশাসন, সরকারি দপ্তরে সবার জন্য সমান সেবা, সব নাগরিকদের সমান মর্যাদা নিশ্চিত করা, মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে উঠে আসে।
সভায় এসময় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের মতামত তুলে ধরেন। একইসঙ্গে নির্বাচন কমিশনের প্রতি প্রত্যাশা, আগামী নির্বাচনে নাগরিকরা নির্ভয়ে ভোট দিতে পারবেন কিনা, নির্বাচনে সংসদ প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, ভোটারদের নিরাপত্তা নিয়ে আশংকার বিষয়গুলো নাগরিক সংলাপে উঠে আসে। সভায় অংশগ্রহণকারীরা নির্বাচন পরবর্তী সরকারের কাছে তাদের প্রত্যাশা ও নির্বাচন কমিশনের কাছে প্রত্যাশাও অনলাইনে তুলে ধরেন। সিপিডির ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমানসহ বিএনপি, জামায়াত, সিপিবি, বাসদ, সুজন, মিডিয়া কর্মী, ছাত্র-ছাত্রী, বিভিন্ন এনজিও কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সংলাপে অংশ নেয়। ###

মতিউল আলম

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *