স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের ফলে ৫ আগস্টের পর দেশে একটা পরিবর্তনের সুযোগ এসেছে। এই পরিবর্তন আমরা হেলায় হারাতে চাই না। নির্বাচনের প্রয়োজনীয়তার ব্যাপারে সব শ্রেণিপেশার মানুষ আগ্রহ দেখাচ্ছেন। কিন্তু নির্বাচনের পর আমরা কি চাই, সেসব নিয়ে আমরা একটি নাগরিক ইশতেহার তৈরি করবো। আগামী ডিসেম্বরের শেষে জাতীয় নেতৃবৃন্দের কাছে এই নাগরিক ইশতেহার তুলে ধরা হবে। সেই উদ্দেশ্য থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে নাগরিকদের মতামত সংগ্রহ করা হচ্ছে। নির্বাচন হয়ে গেলে নাগরিকদের এসব দাবি বাস্তবায়ন নিয়ে সরকারের প্রতি আমরা চাপ সৃষ্টি করবো।এছাড়াও এ পরামর্শ সভায় অংশগ্রহনকারীরা সুশাসন, দুর্নীতিমুক্ত সমাজ, আইনের শাসন, স্থানীয় উন্নয়ণ, নারীর অধিকার, ন্যায়বিচার, মেধারভিত্তিতে চাকুরী, ইত্যাদি বিষয়ে মতামত দেন। এর বাইরে অনেকে কালো টাকার প্রভাব মুক্ত পরিবেশ, মনোনয়ন বাণিজ্য বন্ধ করা এবং শিক্ষিত ব্যক্তিদের সংসদ সদস্য পদে রাজনৈতিক দলগুলোর মনোনয়ন দেয়ার পক্ষে মতামত দেন।
সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর ব্র্যাংক লার্নিং সেন্টারে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত প্রাকনির্বাচনী উদ্যোগের অংশ হিসেবে ময়মনসিংহের আঞ্চলিক পরামর্শ সভায় স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে নাগরিক প্ল্যাটফর্ম এর প্রাকনির্বাচনী উদ্যোগের অংশ হিসেবে সিলেট, রাজশাহী, খুলনা ও বরিশালে এই পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে বলেও জানান তিনি। উল্লেখিত বিভাগের পরামর্শ সভার মতামত ও পরামর্শ তুলে ধরেন।
সভায় আরও বক্তব্য রাখেন সিপিডি’র সম্মানীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ আমজাদ আলী, একেএম মাহবুবুল আলম, জামায়াতে ইসলামীর নেতা ড. শহীদুল্লাহ কায়সার, সিপিবির নেতা মোস্তাফিজুর রহমান জুয়েল, জেলা সুজনের সম্পাদক ইয়াজদানী কোরায়শী কাজল, এস.এম মজিবুর রহমান, নারী উদ্যোক্তা রেবেকা সুলতানা, সালমা আক্তার, সুরাইয়া আক্তার, কাব্য সুমী সরকার এনজিও ব্যক্তিত্ব শরীফুজ্জামান পরাগ, দেলোয়ার হোসেন, তৃতীয় লিঙ্গের প্রতিনিধি জয়িতা তনু, আদিবাসী প্রতিনিধি নারায়ন হাজং, অরণ্য চিরান, সাধারণ নাগরিক খন্দকার আব্দুল আলীম প্রমুখ।
মতিউল আলম