ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু সাঈদ (৬৫)–কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুর প্রায় ২টার দিকে উপজেলার গোলাভিটা এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে দায়ের হওয়া বিশেষ ক্ষমতা আইনের একটি মামলার ভিত্তিতেই এ গ্রেফতার অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারের পর তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহাম্মদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মামলার নথিপত্র পর্যালোচনা করে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।