স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজ
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় অসহায় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।
আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিতরণ করা হয়।
জানাযায়, উপজেলার ২৫ জন শারীরিক প্রতিবন্ধীর মধ্য হুইল চেয়ার, ২১ জন হতদরিদ্র নারীর মধ্যে সেলাই মেশিন ও ১৩ টি ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মো. আরিফুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি শেখ তাকী তাজওয়ার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ সাইদুল হক,উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জোবায়ের হোসেন, সমাজ সেবা অফিসার মোজাম্মেল হক, যুব উন্নয়ন কর্মকর্তা ও পুটিজানা ইউনিয়নের প্রশাসক রওশন জাহান প্রমূখ।
এনায়েতুর রহমান