ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশালে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হলে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ত্রিশাল–বালিপাড়া আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
এলাকাবাসী ও ত্রিশাল থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ত্রিশাল–বালিপাড়া সড়কের শেখবাজার মোড় সংলগ্ন আলামিনের দোকানের সামনে রাস্তা পার হচ্ছিল হাবিব (৬)। এ সময় একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত হাবিব রামপুর ইউনিয়নের বীর রামপুর ভাটিপাড়া গ্রামের কামাল মিয়ার ছেলে।
ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী দুপুর আড়াইটার দিকে সড়ক অবরোধ করে দ্রুত স্পিড ব্রেকার স্থাপনসহ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থার দাবিতে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ ও সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি এলাকাবাসীকে দ্রুত স্পিড ব্রেকার স্থাপনের আশ্বাস দিলে বিকেল সাড়ে তিনটার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়।
এ বিষয়ে ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ বলেন, ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান দুর্ঘটনার বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।