ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশালে মৃত্যুর দীর্ঘ ৮ বছর পর প্রবাসী আনিছুর রহমান বাবলুর স্ত্রী সুলতানা রাজিয়া মুক্তা বেগমের (৫০) লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। অসুস্থতায় ২০১৮ সালের ১ মার্চ তার মৃত্যু হলেও পাঁচ বছর পর স্বামী বাবলু স্ত্রীকে হত্যা করা হয়েছে দাবি করে ২০২৩ সালে ছোট ভাই মোশফিকুর রহমান মানিককে অভিযুক্ত করে মামলা করেন।
মামলার তদন্তে তৎকালীন তদন্ত কর্মকর্তার জমা দেওয়া একটি মেডিকেল সনদ জাল বলে প্রমাণিত হলে আদালত পুনঃতদন্তের নির্দেশ দেন। এরপর মামলাটি সিআইডি থেকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ডিবি পুলিশ অধিকতর তদন্তের জন্য লাশ উত্তোলনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। বৃহস্পতিবার সকালে সদর ইউনিয়নের বাগান গ্রামে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া নূর লিয়ার উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়।
পরিবারের সদস্যদের বক্তব্যে দ্বন্দ্ব দেখা গেছে। কেউ বলেছেন মুক্তা দীর্ঘদিন অসুস্থ ছিলেন এবং চিকিৎসার অভাবে মারা যান; অন্যদিকে স্বামী বাবলুর অভিযোগ স্ত্রীর মৃত্যু স্বাভাবিক ছিল না এবং ভাই মানিক তাকে নির্যাতন করেছিলেন।
মামলাটি এখন ডিবি পুলিশের তদন্তাধীন, এবং তদন্তের ফলাফলের অপেক্ষায় রয়েছে স্থানীয়রা।