বিএনপি মানুষের জীবন ও জীবিকার রাজনীতি করে-কথার রাজনীতি নয়-প্রিন্স

বিএনপি মানুষের জীবন ও জীবিকার রাজনীতি করে-কথার রাজনীতি নয়-প্রিন্স

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজ
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন , বিএনপি মানুষের জীবন ও জীবিকার রাজনীতি করে—কথার রাজনীতি নয়। জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে কৃষক হবে শক্তিশালী, গ্রাম হবে সমৃদ্ধ, আর বাংলাদেশ হবে আত্মনির্ভরশীল। আমরা চাই কৃষক হাসুক, ফসলে মাঠ ভরুক, দেশ সমৃদ্ধ হোক।”
তিনি আজ ভোর থেকে দুপুর পর্যন্ত হালুয়াঘাট উপজেলার বিভিন্ন স্থানে ক্ষুদ্র কৃষক ও খামারীদের মাঝে বিনামূল্যে
গবাদি প্রাণীর ভ্যাকসিনেশন, ঔষধ, ধানের বীজ ও মাছের পোনা বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন ।


আজ শনিবার সকাল ৯ টায় নাগলা ইউপি কার্যালয়ে , সকাল ১০ টায় করুয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে প্রান্তিক খামারীদের মাঝে বিনামূল্যে পাঁচ শতাধিক গবাদি প্রাণীর ভ্যাকসিনেশন, ঔষধ প্রদান এবং বেলা ১২.৩০ মি. হালুয়াঘাট উচ্চ বালিকা বিদ্যালয়ে সহস্রাধিক ক্ষুদ্র কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করা হয় । ঢাকা ও ময়মনসিংহ থেকে আগত প্রখ্যাত কৃষিবিদ ও ভেটেনারী চিকিৎসকগণ গরুর স্বাস্থ্য ও রোগ পরীক্ষা করে পরার্মশ প্রদান এবং বিনামূল্যে ভ্যাকসিন পুশ ও ঔষধ প্রদান করেন । তিন শতাধিক গরিব মৎস্য খামারীর মধ্যে বিনামূল্যে হালদা নদীর মাছের পোনা প্রদান করা হয় । দুপুরে হালুয়াঘাটে সহস্রাধিক ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নতমানের উচ্চ ফলনশীল ও দেশীয় ফলনশীল ধানের বীজ প্রদান করা হয় ।
অনুষ্ঠানের শুরুতে বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মোনাজাত করা হয় ।

অনুষ্ঠানে তিনি বলেন, বিএনপি কৃষক – শ্রমিক মেহনতি মানূষের কল্যাণকামী জনবান্ধব রাজনৈতিক দল । বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়— একটি মানবিক শক্তি। সরকার বা বিরোধী দল – যে অবস্থানেই থাকুক না কেনো, বিএনপি জণগনের পাশে থাকে । দুর্যোগ–দুর্বিপাকে বিএনপি সবসময় মানুষের পাশে দাঁড়ায়, যেমন দাঁড়িয়েছিল মহামারি করোনা, বন্যা, ঘূর্ণিঝড়সহ অর্থনৈতিক অনটন ও নানা সংকটময় মুহূর্তে। আমরা অসহায়, দরিদ্র ও প্রান্তিক মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই। মানবিক সহায়তা, কৃষি-উৎপাদন বৃদ্ধি, খামারিদের সুরক্ষা, চিকিৎসাসেবা—এসবই বিএনপির রাজনীতির মূল অংশ। আমরা বিশ্বাস করি—মানুষ বাঁচলে দেশ বাঁচবে, কৃষক শক্তিশালী হলে অর্থনীতি টিকবে। জনগণের কষ্ট লাঘব করা এবং ন্যায়ভিত্তিক সমাজ গড়া বিএনপির অঙ্গীকার।”

তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় এলে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতকে সম্পূর্ণ আধুনিক, প্রযুক্তিনির্ভর ও ঝুঁকিমুক্ত খাতে রূপান্তর করা হবে। কৃষক, খামারী ও মৎস্যজীবীর শ্রমই আমাদের খাদ্য নিরাপত্তা এবং অর্থনীতির ভিত্তি। তাই তাদের সুরক্ষা ও উন্নয়নই হবে বিএনপি সরকারের উন্নয়ন দর্শনের মূল কেন্দ্রবিন্দু।”

তিনি ঘোষণা করেন, “বাংলাদেশে প্রথমবারের মতো আমরা চালু করবো জাতীয় “ কৃষি বীমা”, “মৎস্য বীমা “এবং “ পোল্ট্রি বীমা”। প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হলে, রোগবালাইয়ে মাছ মারা গেলে কিংবা হাঁস-মুরগী মারা গেলে আর কৃষকের পথে বসার দিন থাকবে না—বীমা ব্যবস্থা তাদের ক্ষতি পূরণ করবে।পর্যয়ক্রমে প্রাণী সম্পদ বীমাসহ অন্যান্য খাতকেও বীমার আওতায় আনা হবে ’’

তিনি আরও বলেন, “গ্রামের প্রতিটি কৃষক ও ক্ষুদ্র খামারীকে বীমার আওতায় আনতে ইউনিয়ন পর্যায়ে বিশেষ ‘কৃষক নিবন্ধন সেল’ চালু করা হবে। বন্যা, খরা, অতিবৃষ্টি, বন্যপ্রাণীর আক্রমণ, বাজার দরপতন—যে কোনো কারণে ক্ষতি হলে সরকার দ্রুত ক্ষতিপূরণ নিশ্চিত করবে। এতে কৃষি উৎপাদন বাড়বে, কৃষক ঝুঁকিমুক্ত হবে, এবং দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হবে।”

এছাড়া তিনি বলেন, “কৃষি ইনপুট—সার, বীজ, কীটনাশক, মাছের খাদ্য, পশুখাদ্য—সহজে ও ন্যায্যমূল্যে সরবরাহ করা হবে। প্রতিটি ইউনিয়নে ধান, শাকসবজি, দুধ ও ডিম কেনার জন্য সরকারি ‘ক্রয় কেন্দ্র’ স্থাপন করা হবে, যাতে কৃষক ন্যায্য দাম পান। গ্রামেই তৈরি হবে মূল্য সংযোজন শিল্প, কোল্ড স্টোরেজ ও প্রসেসিং সেন্টার।”

মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ে তিনি বলেন,“মৎস্য উৎপাদন বাড়াতে আধুনিক হ্যাচারি, গভীর পুকুর চাষ প্রযুক্তি, নদী পুনঃখনন এবং প্রাকৃতিক জলাশয় সংরক্ষণ করা হবে। প্রাণিসম্পদ খাতে আধুনিক ভেটেরিনারি হাসপাতাল, টিকা ল্যাব, মোবাইল চিকিৎসা ইউনিট এবং দেশীয় গবাদিপশুর উন্নত জাত সংরক্ষণ কর্মসূচি চালু করা হবে। ক্ষুদ্র খামারীদের ওপর অতিরিক্ত ব্যয় কমাতে খাদ্য ও ঔষধে বিশেষ সাবসিডি দেওয়া হবে।”

সবশেষে তিনি বলেন, “আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই যেখানে কৃষককে ক্ষতির ভয়ে চিন্তা করতে হবে না, মৎস্যজীবী নদীতে যেতে ভয় পাবে না, খামারীরা পশুহানির আশঙ্কায় রাত জাগবে না।###

মতিউল আলম

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *