স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজ
ময়মনসিংহের গৌরীপুরের জনপ্রিয় সৃজনশীল ও হাস্যরস মনোভাব কন্টেন্ট ক্রিয়েটর আল-আমিন আগুন নিয়ে কন্টেন্ট তৈরি করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে রাজধানীর বারডেম হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন আছেন।
গত শুক্রবার সকালে উপজেলার তার নিজ গ্রাম দাড়িয়াপুর ইটখলার মোড় সংলগ্ন কৃত্রিম চৌবাচ্চায় মাচা তৈরি করে আগুন পোহাতে পোহাতে গোসল করার কন্টেন্ট তৈরি করার সময় অগ্নিদগ্ধ হন তিনি।

জানা গেছে, শুক্রবার সকালে শীতকালীন কন্টেন্ট তৈরি করার জন্য চৌবাচ্চার পানিতে পেট্রোল ঢেলে আগুন পোহাতে পোহাতে গোসলের দৃশ্য ধারণ করতে গিয়ে আগুনের অত্যাধিক তাপে তার শরীর দগ্ধ হয়ে যায়।
তার সহকারি সুবল চন্দ্র অধিকারী জানান, নির্দিষ্ট পরিমাণের চেয়ে বেশি পেট্রোল ঢেলে দেওয়ায় আগুন স্বাভাবিক মাত্রার চেয়ে অধিক উচ্চতায় উঠে যায়। এই আগুনের তাপে তার শরীরের ৩৫-৪০ ভাগ দগ্ধ হয়। তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর বারডেম হাসপাতালের বার্ণ ইউনিটে রেফার্ড করা হয়। তিনি তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
কন্টেন্ট ধারাভাষ্যকর আজাদ হোসেন জনি জানান, বর্তমানে আল-আমিন বারডেম হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
এনায়েতুর রহমান