গ্রামীণ জনগোষ্ঠীর ক্ষমতায়ন ঘটলেই দেশ টেকসই স্বনির্ভর হবে–প্রিন্স

গ্রামীণ জনগোষ্ঠীর ক্ষমতায়ন ঘটলেই দেশ টেকসই স্বনির্ভর হবে–প্রিন্স

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজ
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যের পরিবর্তনের তারেক রহমান মাষ্টার প্ল্যান প্রণয়ণ করছেন । গ্রামীণ জনগোষ্ঠীর ক্ষমতায়ন ঘটলেই দেশ টেকসই স্বনির্ভর হবে । বিএনপি মনে করে প্রান্তিক জনগোষ্ঠী হাসলে বাংলাদেশ হাসবে ।

তিনি আজ সকালে এগ্রিকালচারাল এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এবং ভ্যাটিরিনারী ডক্টরসএসোসিয়েশন অব বাংলাদেশ – ভ্যাব ময়মনসিংহ জেলা আয়োজিত ধোবাউড়া উপজেলার ক্ষুদ্র কৃষক ও খামারীদের মাঝে বিনামূল্যে গবাদি প্রাণীর ভ্যাক্সিনেশন ও ওষুধ ,মাছের পোনা এবং ধানের বীজ বিতরণকালে এসব কথা বলেন ।
এছাড়াও তিনি আজ বিকেলে গামারীতলা ইউনিয়নের ঠেলঠেলি বাজারে ৯ ও কলসিন্দুর বাজারে ৪ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন উপলক্ষ্যে আয়োজিত জনসমাবেশে বক্তব্য রাখেন ।

অনুষ্ঠানে বক্তব্যের শুরুতে তিনি অশ্রুসিক্ত নয়নে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে আল্লাহর দরবারে মুনাজাত করেন ।

বক্তায় তিনি বলেন, “আওয়ামী লীগ দুর্নীতি – লুটপাটে এবং গণতন্ত্র ও জন অধিকার হরনের মাধ্যমে বাংলাদেশকে ব্যার্থ রাষ্ট্রের দিকে ধাবিত করেছিল । জনগণের দীর্ঘদিনের পুঞ্জীবিত ক্ষোভ গণ বিক্ষোভ থেকে গণঅভ্যুত্থানে পরিনত হয়ে ফ্যসিবাদের পতন হয়েছে । এখন সুযোগ এসেছে
মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনের । এ জন্য ফেব্রুয়ারির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার জনগণ ভোট দিয়ে প্রমাণ করবে—বাংলাদেশ কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এ দেশ জনগণের।”

তিনি আরও বলেন, “বিগত শাসনামলের দুর্নীতি, লুটপাট ও ক্ষমতার অপব্যবহারের কারণে গ্রামীণ জনপদগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ন্যায়বিচার, উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধির যে অধিকার গ্রামের মানুষ পাওয়ার কথা ছিল, তা থেকে তারা বঞ্চিত হয়েছে।”
তিনি আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহবান জানিয়ে বলেন , “বিএনপি ক্ষমতায় এলে উন্নয়ন হবে নিচ থেকে উপর দিকে—কোনো নেতা বা গোষ্ঠীর জন্য নয়, জনগণের জন্য। হালুয়াঘাটের প্রতিটি গ্রামকে স্বনির্ভর, কর্মসংস্থানমুখী ও নিরাপদ বসতি হিসেবে গড়ে তুলতে আমরা অঙ্গীকারবদ্ধ।”

“আমি নির্বাচিত হলে জনগণই নির্বাচিত হবেন। ক্ষমতার চাবিকাঠি থাকবে আপনাদের হাতেই । শহীদ জিয়ার মতো আমিও বিশ্বাস করি জনগণই এ সকল ক্ষমতার উৎস। আপনারাই দেশের মালিক। আপনারাই হবেন আমার কাজের পরিকল্পনাকারী, আপনারাই হবেন প্রতিটি উন্নয়ন কার্যক্রমের তদারক ও বাস্তবায়নকারী। অবাক বিস্ময়ে বাংলাদেশ দেখবে গারো পাহাড়ের পাদদেশে চির অবহেলিত জনপদের উত্থান , পরিবর্তন , সাফল্য এবং স্বনির্ভরতার পথচলা। কোন শক্তি নাই , যারা আমাদের অগ্রযাত্রা ঠেকিয়ে রাখবে ।”

তিনি তার বক্তব্যে প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে বিএনপির ভবিষ্যত কর্মসুচির কোথা উল্লেখ করে বলেন , আসন্ন নির্বাচনে ধানের শীষ নির্বাচিত হয়ে প্রান্তিক কৃষককে আর্থিক ও পরিবাররের খাদ্য প্রণোদনা , বেকার ভাতা ও কর্মসংস্থান , সকলের জন্য স্বাস্থ্য সেবা – বিনা চিকিৎসায় করো মৃত্যু নয় নীতির আলোকে বিনামূল্যে মান সম্পন্ন চিকিৎসা এবং কৃষি – মৎস্য – পোল্ট্রি – গবাদীপ্রাণী বীমা চালু করা হবে, গ্রামীণ অবকাঠামো উন্নয়ণ , গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চার ও গ্রামীণ জনগোষ্ঠীর ক্ষমতায়ন ঘটলেই দেশ টেকসই স্বনির্ভর হবে । বিএনপি মনে করে প্রান্তিক জনগোষ্ঠী হাসলে বাংলাদেশ হাসবে ।

এ্যাব আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভ্যাব এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও এ্যাব ঢাকা জেলা চ্যাপ্টারএর সাধারণ সম্পাদক শাহাদত হোসেন পারভেজ। বক্তব্য রাখেন বিনার বোর্ড সদস্য এ কে এম আনিসুজ্জামস্ন , ময়মনসিংহ জেলা এ্যাব এর সভাপতি কৃষিবিদ মনিরউদ্দিন আহমেদ , সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড.মোহাম্মদ সাদেকুজ্জামান , উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মফিজ উদ্দিন , উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজল , সদস্য সচিব আনিসুর রহমান মনিক , সিনিয়র যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন , উপজেলা কৃষক দলের আহবায়ক নয়ন মণ্ডল , মৎস্যজীবী দলের আহবায়ক মিজানুর রহমান মনিক ।

ওয়ার্ড সম্মেলনসমূহে গামারীতলা ইউনিয়নবিএনপির আহবায়ক হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুস শহীদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মফিজ উদ্দিন , উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজল , সদস্য সচিব আনিসুর রহমান মনিক , সিনিয়র যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন , সাবেক চেয়ারম্যান ওয়াহেদ তালুকদার , বিএনপি নেতা নজর উদ্দিন নজর ,রুহুল আমিন,আমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *