স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, মেডিকেল বোর্ড অত্যন্ত আশাবাদী, উনার যে শারীরিক জটিলতা, এটা থেকে আপনাদের দোয়া এবং আল্লাহ’র অশেষ মেহেরবানীতে সুস্থ হবেন। আর বিদেশে যাওয়ার বিষয়ে সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। মেডিকেল বোর্ড যখন যথোপযুক্তভাবে তৈরি মনে করবেন, শারীরিকভাবে মনে হবে উনাকে সেইফলি ট্রান্সফার করা যাবে, তখন বিদেশে নিয়ে যাওয়া হবে।
শনিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালের গেইটের সামনে খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা অব্যাহত রেখেছিলাম। কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ক্রটির কারণে আসতে পারেনি। অন্যদিকে মেডিকেল বোর্ড জরুরিভাবে সভা করে সিদ্ধান্ত নিয়েছিল, ওই মুহূর্তে উনার ফ্লাই করা সঠিক হবে না। সেজন্যই উনাকে বিদেশ নেয়ার কিছুটা বিলম্ব হচ্ছে। ভবিষ্যতে হয়তো শারীরিক অবস্থা বলে দেবে, উনাকে কখন বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া যাবে।তিনি জানান, মেডিকেল বোর্ড এবং অ্যাম্বুলেন্স সব সময় প্রস্তুত আছে, কিন্তু প্রস্তুত থাকলে সর্বোচ্চ পর্যায়ে ম্যাডামের সুচিকিৎসা এবং উনার নিরাপত্তা সর্বত্র প্রাধান্য পাচ্ছে। আর ম্যাডামের স্বাস্থ্য সবচেয়ে বড় অগ্রাধিকার। আর চিকিৎসকদের মতামতকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেশি অগ্রাধিকার দিচ্ছেন।