স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর ২০২৫ (শুক্রবার) তারিখে দেশের ১৭টি কেন্দ্রে ৪৯টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। উক্ত ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে গ্রহণে ময়মনসিংহ বিভাগে সার্বিক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে বুধবার (১০ ডিসেম্বর) বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি। এছাড়াও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ড. নাজমুল আলম খান, ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান, পরিচালক (স্বাস্থ্য) ডা. প্রদীপ কুমার সাহা, পরীক্ষার তিন কেন্দ্রপ্রধান (আনন্দমোহন কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ), র্যাব, পিডিবিসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
২০২৫-২৬ শিক্ষাবর্ষে এবারের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার সময় শুক্রবার সকাল ১০:০০টা থেকে ১১:১৫টা পর্যন্ত অর্থাৎ ১ ঘন্টা ১৫ মিনিট। সারাদেশে মোট ১ লাখ ২২ হাজার ৬৩২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তন্মধ্যে ময়মনসিংহে ৮ হাজার ২২৮ জন। ময়মনসিংহে তিন কেন্দ্রে মোট ১২৪টি কক্ষে পরীক্ষা গ্রহণ করা হবে। পরীক্ষার দিন কোচিং সেন্টার এবং ফটোস্ট্যাট দোকানগুলো বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। পরীক্ষাকে কেন্দ্র করে কোনো যানজট, বিশৃঙ্খলা বা মব যাতে সৃষ্টি না হয় সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়। এছাড়াও ট্রাফিক নিয়ন্ত্রণ, সোস্যাল মিডিয়ায় গুজব প্রতিরোধ, প্রশ্নফাঁস রোধে সর্বদা তৎপর থাকতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা প্রদান করা হয়। এ বিষয়ে জেলা প্রশাসক বলেন, মেডিকেল ভর্তি পরীক্ষা খুবই সেনসিটিভ। সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে এ পরীক্ষা গ্রহণে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।
সভাপতি বলেন, রাস্তায় কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয়, ব্যাটারিচালিত অটোরিকশা যাতে নিয়ন্ত্রণে থাকে এবং পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারে, সেদিকে সতর্ক থাকতে হবে। কোথাও যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে ব্যাপারে সকলের সর্বাত্মক সহযোগিতা একান্তভাবে কাম্য। খবর পিআইডি ময়মনসিংহ