ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন বিএনপির প্রার্থী – মাজেদ বাবু

ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন বিএনপির প্রার্থী – মাজেদ বাবু

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহ- ৮ ঈশ্বরগঞ্জ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির দলীয় ধানের শীষের প্রার্থী প্লুরকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে জেলার ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং কর্মকর্তা সানজিদা রহমান কাছ থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। এসময় ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভুইয়া মনি, আতিক রাজ্জাক হীরা, আবদুল্লাহ আল মামুন খোকন প্রমুখ নেতৃবৃন্দ।

এর আগে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং কর্মকর্তা সানজিদা রহমান প্রার্থীসহ উপস্থিত নেতাকর্মীদের নির্বাচনী আচরনবিধির নানা বিষয়াদি তুলে ধরে বলেন, এবারের নির্বাচনের আচরনবিধিতে অনেকটা পরিবর্তন আনা হয়েছে। তাই প্রার্থীসহ সংশ্লিষ্টদের আচরনবিধি সর্ম্পকে জানতে এবং মানতে হবে। অন্যথায় যেকোন সময় আচরবিধি লঙ্গনের ঘটনায় যথাযথ আইনী প্রক্রিয়া অনুসরণ করা হবে।

এ সময় ঈশ্বরগঞ্জ আসনের জনগণের কাছে দোয়া এবং ভোট প্রার্থণা করে ধানের শীষের প্রার্থী লুৎফুল্লাহেল মাজেদ বাবু সাংবাদিকদের বলেন, এই আসনের জনগণ আমার আস্থা এবং বিশ্বাসের স্থান। বিগত দিনে তারা আমার পাশে ছিল এবং আগামীতেও থাকবে আশা করছি এবার এই আসনের জনগণ তাদের রায় ধানের র্শীষের পক্ষে দিবে। আমি দলের মনোনীত প্রতিনিধি মাত্র।

দেশের বিদ্যমান পরিস্থিতিতে আসন্ন নির্বাচনকে সামনে রেখে কোন ধরনের ভয় বা শঙ্কা আছে কী-না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মাজেদ বাবু বলেন, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। বিগত সময়ে জীবনবাজী রেখে আন্দোলন সংগ্রামে কাজ করেছি, কোন অপশক্তি বা স্বাধীনতা বিরোধী চক্র আমাদের দমিয়ে রাখতে পারবে না। কারণ ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে যারা জীবনবাজী রেখে আন্দোলন সংগ্রাম করে হটিয়েছে, তারা কোন অপশক্তিকে ভয় পায় না।

মনোনয়ন ফরম সংগ্রহকালে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও বিএনপির দলীয় নেতা কর্মীরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *