You must need to login..!
Description
বিএমটিভি নিউজ ডেস্কঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বাড়িতে সদ্যনির্মিত পানির ট্যাংক ধসে শ্বশুর ও পুত্রবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে দুই শিশু।
উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের মধ্যবাশঁহাটি গ্রামে শুক্রবার দুপুরে তারা হতাহত হন বলে নান্দাইল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান।
নিহতরা হলেন- ওই গ্রামের আব্দুর রহমান (৭০) ও তার ছেলে মামুন মিয়ার স্ত্রী সাওদা আক্তার (২০)।
তাছাড়া আহত হয়েছে রাব্বি (১২) ও রুহান (৮) নামে পরিবারের দুই শিশু। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি মিজানুর বলেন, সপ্তাহ খানেক আগে বাড়ির উঠানের পাশে আরসিসি পিলার ছাড়াই ছয় ফুট পানির ট্যাংক তৈরি করে পরিবারটি। দুপুরে পরিবারের লোকজন ট্যাংকের পাশে কাজ করছিলেন। হঠাৎ করে ট্যাংকটি ধসে পড়লে সাওদা আক্তার ঘটনাস্থলেই নিহত হন। তাছাড়া তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আব্দুর রহমানকে মৃত ঘোষণা করেন। পরে সেখান থেকে আহত শিশুদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওসি বলেন, “অতিরিক্ত পানির চাপে ট্যাংকটি ধসে পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”