ময়মনসিংহে মুঘল সম্রাটদের আমলে নির্মিত একটি মাজারে ভাঙচুর এবং মলমূত্র নিক্ষেপ

ময়মনসিংহে মুঘল সম্রাটদের আমলে নির্মিত একটি মাজারে ভাঙচুর এবং মলমূত্র নিক্ষেপ

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
মুঘল সম্রাটদের আমলে নির্মিত একটি মাজারের সীমানা প্রচীর ভাঙচুর করার ঘটনা ঘটেছে ময়মনসিংহের গৌরীপুরে। ভাঙচুরের পর কয়েকজন ব্যক্তি মাজারের ভেতরে মলমূত্র নিক্ষেপ করেছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতের কোনো এক সময় টেঙ্গাপাড়া গ্রামে কয়েক শত বছরের পুরাতন শাহজাহান উদ্দিন (রহ.) আউলিয়া নামে মাজারে এই ঘটনা ঘটে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোরে বাজারে গিয়ে বেশ কয়েকজন ভক্ত দেখতে পান, মাজারের মূল অংশের বাউন্ডারি ভেঙে পড়ে আছে। তা ছাড়া মাজারের বিভিন্ন স্থানে মানুষের মলমূত্র ও গোবর ছড়িয়ে রয়েছে। ঘটনাটি জানাজানি হলে মাজারে শত শত লোক ভিড় করেন। তারা ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।স্থানীয় বাসিন্দা ফারুক আহম্মেদ বলেন, ‘মাজার কত বছর আগের তা বলা মুশকিল। প্রতিদিনই ভক্তরা এখানে আসেন। এমন ভাঙচুর কোনোভাবেই মানা যায় না।’

ইউপি সদস্য মো. জুয়েল মিয়া জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে মাজারের মূল বাউন্ডারি ভাঙচুর হয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে দেখেছেন। তবে রাতের কোনো একসময় কারা এই কাজ করেছে তা বলা যাচ্ছে না। বিষয়টি প্রশাসনের নজরে আনা হয়েছে।

মাজারের খাদেম মো. সাইদুর রহমান (৭০) বলেন, তিনি প্রায় ৪০ বছর ধরে মাজারের দায়িত্বে আছেন। বাপ-দাদাদের কাছ থেকে জানা গেছে, মুঘল সম্রাটের আমলে মাজারটি প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিবছর হাজার হাজার ভক্ত এখানে আসে। তিনি বলেন, ‘এর আগে কখনো এমন ঘটনা ঘটেনি।
’গৌরীপুর থানার ওসি মো. কামরুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মাজারের কিছু অংশ ভাঙচুর করা হয়েছে এবং পলিথিনে মলমূত্র ভরে মাজারে নিক্ষেপ করা হয়েছে। গত ৮-১০ বছর ধরে এখানে কোনো উরস অনুষ্ঠিত হয়নি এবং এ ঘটনায় কেউ এখনো অভিযোগ করেননি।##

মতিউল আলম

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *