শিক্ষা গ্রহণের পাশাপাশি নিজ নগরীকেও সাজিয়ে তুলতে হবে -এড. এম এ হান্নান খান

শিক্ষা গ্রহণের পাশাপাশি নিজ নগরীকেও সাজিয়ে তুলতে হবে -এড. এম এ হান্নান খান

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহ নগরীর স্বনামধন্য বিদ্যাপীঠ প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলে ২০২৬ ইং সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । এতে প্রধান অতিথি ছিলেন, ময়মনসিংহ মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এডভোকেট এম এ হান্নান খান ।
তিনি তার বক্তব্যে বলেন, জ্ঞানভিত্তিক শিক্ষা গ্রহনের মাধ্যমে ভবিষ্যতের যেকোন চ্যালেঞ্জ মোকাবেলা তোমাদের করতে হবে। সেই সাথে শিক্ষা গ্রহণের পাশাপাশি নিজ নগরীকেও সাজিয়ে তুলতে হবে। ময়মনসিংহ নগরীকে পরিকল্পিতভাবে বসাবাসযোগ্য, আধুনিক ও সুন্দর নগরী আমাদেরকেই তৈরি করতে হবে। আমাদের শহর আমাদের জন্মস্থান আমরাই মনের মাধুরী মিশিয়ে সাজাবো। ইতোমধ্যেই গ্রীণ ময়মনসিংহ ক্যাম্পেইনের মাধ্যমে যা শুরু করা হয়েছে। সকল উদ্যোগের সাথে একত্রিত চূড়ান্ত লক্ষ্যে পৌছাতে হবে। তিনি স্মৃতিচারণ করে বলেন আজকের এই বিদ্যাপীঠের স্থানে এক সময় আপোয়া ইংলিশ মিডিয়াম স্কুল ছিল এই বিদ্যাপীঠের ছাত্র ছিলাম আমি। পরবর্তীতে সময় পরিক্রমায় বিভিন্ন স্কুল প্রতিষ্ঠা হলেও স্বগৌরবে টিকে আছে আজকের প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল। আমার ছোট ছেলে রাজমিক খান রাহি এই স্কুলের স্টুডেন্ট কেবিনেটের নির্বাচিত ভিপি ছিলো। বড় ছেলে রাফায়েত খান রাফা এই স্কুল থেকে মাধ্যমিক সম্পন্ন করেছে, মেয়েটা এখনও পড়ছে এই স্কুলের সাথে আমাদের পরিবারের দীর্ঘ দিনের সম্পর্ক। এই স্কুলটি আমাদের আবেগ ও ভালোবাসার প্রতিষ্ঠান। এই স্কুলের সকল উন্নয়ন সাফল্য ও সম্ভাবনা আমাদের বুকে ধারণ করে বহু দূর এগিয়ে নিতে হবে।
গত ২৯ ডিসেম্বর রোববার রাতে ময়মনসিংহের নগরীর সুনামধন্য বিদ্যাপীঠ প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলের ২০২৬ এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিদায় বক্তব্যের ঢাকা থেকে আগত বিভিন্ন ব্যান্ডের সঙ্গীত শিল্পীরা মনোজ্ঞ গান পরিবেশন করেন উৎসক দর্শক তা আপন মনে উপভোগ করেন। এসময় স্কুলের শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী, শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *