সৌদি আরবে সড়কে প্রাণ গেল প্রবাসী বাংলাদেশির

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ

সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় সৈয়দ আহমেদ বিল্লাল (৩২) নামে প্রবাসী বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। নিহত সৈয়দ আহমেদ বিল্লাল ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের পাকাটি গ্রামের রহুল আমীনের ছেলে।

সোমবার (১২ জানুয়ারী) সকালে নিহতের চাচা বারবাড়িয়া ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি আরিফ ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে রবিবার সৌদি আরবের রিয়াদ শহরে বিকাল সোয়া পাঁচটার দিকে রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা ঘটে।

নিহতের পরিবার সূত্রের জানা যায়, গতকাল রবিবার বিকালে কর্মস্থলে যাওয়ার সময় বাসা থেকে বের হয় সৈয়দ আহমেদ বিল্লাল। সৌদি আরবের রিয়াদ শহরে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী গাড়ির ধাক্কা গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা বারবাড়িয়া ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি আরিফ ইসলাম বলেন, সৈয়দ আহমেদ বিল্লাল পরিবারের চার বছর আগে সৌদি আরবের রিয়াদে যান। কয়েকদিন পর তার দেশে আসার কথা ছিল। সে ছয় বছর বয়সি এক ছেলে সন্তানে জনক। এ ঘটনার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *