স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ধুমপান করতে নিষেধ করায় কবির হোসেন হত্যা মামলার প্রধান আসামি মো. আরিফকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। গ্রেপ্তার মো. আরিফ জেলার ফুলবাড়ীয়া উপজেলার আছিম ইউনিয়নের মো. খোকা মিয়ার ছেলে।
সোমবার (১২ জানুয়ারি) ময়মনসিংহ র্যাব-১৪’র কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।এর আগে রবিবার (১১ জানুয়ারি) মধ্যরাতে গাজিপুর জেলার পোড়াবাড়ী এলাকা থেকে আরিফকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, উপজেলার আছিম ইউনিয়নের হাসেন আলীর ছেলে কবির হোসেন ও খোকা মিয়া একই এলাকার বাসিন্দা। তাদের মাঝে দীর্ঘদিন বিভিন্ন কারণে বিরোধ চলে আসছিল। গত নভেম্বর মাসে গ্রেপ্তার মো. আরিফ ধুমপান করেন। বিষয়টি দেখে নিহত কবির হোসেন তাকে ধুমপান করতে নিষেধ করেন এবং আরিফের বাবা খোকা মিয়ার কাছে নালিশ করেন।
এতে আরিফ মিয়া ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে গত ১২ নভেম্বর সন্ধ্যার পর কবির হোসেনের বাড়ির পাশে ফিসারির পাড়ে গিয়ে কবির হোসেনকে গালিগালাজ করতে থাকে। কবির গালিগালাজ করতে নিষেধ করেন। এসময় মো. আরিফ বাশ দিয়ে কবিরের মাথায় আঘাত করে। পরে কবির হোসেন পুকুরে পড়ে গেলে আরিফসহ তার সাথে আসা লোকজন ঘটনাস্থল থেকে চলে যায়। পরে স্থানীয়রা টের পেয়ে কবিরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পথে কবির মারা যায়।
এ বিষয়ে ময়মনসিংহ র্যাব-১৪’র অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃত আরিফের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।