ধোবাউড়ায় গণ সংযোগকালে প্রিন্স – তারেক ম্যাজিকে জেগে উঠেছে বাংলাদেশ

ধোবাউড়ায় গণ সংযোগকালে প্রিন্স – তারেক ম্যাজিকে জেগে উঠেছে বাংলাদেশ

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন তারেক ম্যাজিকে বাংলাদেশ জেগে উঠেছে । বাংলাদেশ নতুন মার্টিন লুথার কিং পেয়েছে , যার ধমনীতে বইছে পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ডাক দেয়া বীর উত্তম জিয়া এবং আধিপত্যবাদ ও ফ্যসিবাদের বিরুদ্ধে লড়াই করা আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রক্ত । এই রক্ত কোনোদিন পরাভব মানবে না ।
তিনি আজ দুপুর, বিকেলে ও সন্ধ্যায় ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সদর ইউনিয়নের সাপমারি বাজার , সিংগুরা চৌরাস্তা, পঞ্চনন্দপুরে নির্বাচন-দায়িত্বপ্রাপ্ত দলীয় নেতৃবৃন্দ ও স্থানীয় জনসাধারণের সঙ্গে ধানের শীষের পক্ষে নির্বাচনী কার্যক্রমের প্রস্তুতি বিষয়ে পৃথক পৃথক মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন ।
এছাড়াও তিনি আজ সকাল থেকে ধোবাউড়া হাসপাতাল মোড়, শিবানন্দিখিলা ,হাজংপাড়াসহ বিভিন্ন এলাকায় গণ সংযোগ করেন ।

সন্ধ্যায় এমরান সালেহ প্রিন্স উপজেলা কেন্দ্রীয় মন্দিরে উপজেলা ব্যাপি মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন । এসময় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনে এমরান সালেহ প্রিন্সের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন ।
রাতে তিনি রানীগাওয়ে ইসলামী সম্মেলনেও বক্তব্য রাখেন ।

সভাসমূহে তিনি বলেন ,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশপ্রেম ও জনকল্যাণের রাজনীতির যে পথ দেখিয়ে গেছেন, তারেক রহমানের নেতৃত্বে সেই রাজনীতি আরও জোরদারভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি উল্লেখ করেন, প্রান্তিক জনগোষ্ঠীসহ ধনী-গরীব, অসহায়—সব শ্রেণি-পেশার মানুষের মুখে হাসি ফোটাতে বিএনপি অঙ্গীকারাবদ্ধ। আসন্ন নির্বাচনে ধানের শীষের সরকার প্রতিষ্ঠিত হলেই মানুষের দুঃখ-কষ্ট লাঘব হবে, মুখে হাসি ফিরবে এবং দেশ সঠিক পথে এগোবে। ধানের শীষে ভোট দিলে—মানুষের মুক্তি, দেশের উন্নতি নিশ্চিত হবে। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান। প্রান্তিক কৃষকের জন্য কৃষক কার্ডের মাধ্যমে প্রনোদনা, পরিবারের মায়েদের নামে ফ্যামিলি কার্ডের মাধ্যমে খাদ্য প্রণোদনা , শিক্ষিত বেকারদের জন্য এক বছরের বেকার ভাতা , প্রথম ১৮ মাসে ১ কোটি নতুন কর্মসংস্থান , বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা , গরিব রোগীদের জন্য বিনামূল্যে ৫০ ধরণের ঔষধ প্রদান , কৃষি-শষ্য – মৎস্য – পোল্ট্রি বীমা, ধোবাউড়ায় পৌরসভা ,মিল কল কারখানা স্থাপন করে ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ, বেকারত্বের অবসান, দুর্গম এলাকায় রাস্তা-ব্রীজ নির্মাণ , ১৯ ইউনিয়নে ও ১ পৌর এলাকায় বেসরকারী মিনি হাসপাতাল নির্মাণ , নেতাই নদীর বেড়ি বাঁধ, কোল্ড স্টোরেজ ও খাদ্য গুদাম, শিল্পকলা ও শিশু একাডেমি – পাবলিক লাইব্রেরী , শিশু ও লেডিস পার্ক স্থাপন , আধুনিক মিলিনায়তন , মাদক – চোরাচালান ও চাদাবাজিমুক্ত এলাকা গড়ে তোলা হবে । তিনি বলেন , কোনো উসকানিতে পা না দিয়ে শান্তিপূর্ণভাবে জনগণের পাশে থাকতে হবে। সন্ত্রাস, টাকা , হুমকি দিয়ে ধানের শীষের বিজয় ঠেকানো যাবে না । মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতির মূল শক্তি। ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলতে সততা, ত্যাগ ও ভালোবাসা নিয়ে মাঠে কাজ করার আহ্বান জানান তিনি।

সভা ও গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদির , উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন ,যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস, আবদুল মোমেন শাহীন , জেলা যুবদলের সহ সভাপতি আবুল কাশেম ডলার, উপজেলা কৃষক দলের আহ্বায়ক নয়ন মণ্ডল , যুব দল নেতা ফারুক হোসাইন , উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসাইন , সদস্য সচিব কামরুল হাসান সুমন , উপজেলা ছাত্র দলের আহ্বায়ক জালাল উদ্দিন , সদস্য সচিব সাইফুল ইসলাম পলাশ মৎস্যজীবী দলের আহ্বায়ক মিজানুর রহমান মনিক , সদস্য সচিব শামীম হোসেন , শ্রমিক দলের আহ্বায়ক ওবায়দুল হক ফকির , ওলামা দলের নেতা মাওলানা উবায়দুল হক, হাবিবুর রহমান , প্রমুখ বক্তব্য রাখেন ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *