স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগি বিছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনা ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ দুই ঘন্টা বন্ধ ছিল।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) বেলা সোয়া তিনটার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানার মশাখালী রেলওয়ে স্টেশনের আউটার দেউলপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে মোহনগঞ্জ গামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন মশাখালী রেলওয়ে স্টেশনের আউটার দেউলপাড়া এলাকায় পৌঁছলে ট্রেনটির মাঝখানে পাওয়ার কারে পর থেকে হটাৎ বগি বিছিন্ন হয়ে যায়। ট্রেনটি কিছু দূরে যাওয়ার পর বগি বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি টের পায়। পরে ট্রেন পুশব্যাগ করে বিছিন্ন হওয়া বগিগুলোকে আবার পুনরায় জোড়া দিয়ে বিকেল সোয়া পাঁচটার দিকে ট্রেন মোহনগঞ্জের উদ্দেশ্য ছেড়ে যায়। এ ঘটনা প্রায় দুই ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।