ত্রিশালে পৃথক ঘটনায় দুইজনের মর্মান্তিক মৃত্যু

ত্রিশালে পৃথক ঘটনায় দুইজনের মর্মান্তিক মৃত্যু

BMTV Desk No Comments

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় পৃথক দুইটি ঘটনায় এক কিশোর ও এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ত্রিশাল থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাঁঠাল ইউনিয়নের মহোরিয়ার বাড়ি এলাকার হাসিম উদ্দিনের ছেলে নাঈম (১৫) শুক্রবার বেলা ১১টার দিকে গোসল করার সময় পানির ট্যাংকের পানি শেষ হয়ে যাওয়ায় মোটরের সুইচ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, উপজেলার ধানীখোলা ইউনিয়নের লটিয়ার পার গ্রামের সোহাগ মিয়ার স্ত্রী জোস্না বেগম (২৮) শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নিজ বসতঘরের বারান্দার পূর্ব-দক্ষিণ পাশের একটি কক্ষে কাঠের কড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন জানান, স্থানীয়দের জিজ্ঞাসাবাদে জানা গেছে জোস্না বেগম প্রায় দুই বছর ধরে মানসিক রোগে ভুগছিলেন এবং মানসিক ভারসাম্যহীন অবস্থায় চলাফেরা করতেন। উভয় ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *