স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের ডাকে করোনায় লকডাউনে অসহায় হয়ে পড়া কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল ময়মনসিংহ জেলা ছাত্রলীগ। অসহায়দের পাশে থাকার অঙ্গীকার বাংলাদেশ ছাত্রলীগের । তার ই ধারাবাহিকতায় আজকে সদর উপজেলার কৃষক বেলাল এর চার কাঠা জমির ধান কেটে দিল ময়মনসিংহ জেলা ছাত্রলীগ এর নেতা এম,এইচ আপন ও তার সেচ্ছাসেবক টিম।

এই টিমের অঙ্গীকার ধান কাটার পুরো মৌসুম অসহায় কৃষকের পাশে থাকবে ময়মনসিংহ জেলা ছাত্রলীগ। কৃষক বেলাল জানান, করোনা ও লকডাউনের কারণে ধান কাটার শ্রমিক না পাওয়ায় দুঃচিন্তায় ছিলাম কিভাবে ফসল ঘরে তুলব। ছাত্ররা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ধান কেটে দেয়া আমি অনেক খুশী।
এই সময় ধান কাটায় অংশ নেন ছাত্রলীগের অন্যতম কর্মী রায়হান, রাফিন, আসিফ, সাকিল, পারভেজ, মেহেদি, আলামিন, ইয়াছিন, শামিম, সজিবসহ প্রমুখ।