ময়মনসিংহে তরমুজের বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানঃ ৯টি মামলা ও জরিমানা

image

You must need to login..!

Description

মতিউল আলম, বিএমটিভি নিউজঃ মঙ্গলবার জেলা প্রশাসন ময়মনসিংহ কর্তৃক ভোক্তাদের অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমান আদালত ময়মনসিংহ নগরীর বিভিন্ন তরমুজের বাজার মনিটরিং করেছেন। এসময় অতিরিক্ত দামে কেজি দরে তরমুজ বিক্রি দায়ে ৯টি মামলা রুজুর পাশাপাশি ৮ হাজার ১ শত টাকা জরিমানা করা হয়েছে ভ্রাম্যমান আদালত।

ভোক্তাদের অভিযোগের প্রেক্ষিতে আজ মঙ্গলবার সকাল থেকে ময়মনসিংহ জেলা প্রশাসনের পক্ষে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাঈদুল ইসলাম ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহাদাত হোসেন নগরীর বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাঈদুল ইসলাম জানান, ময়মনসিংহ নগরীর তরমুজের বাজার মনিটরিংকালে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ সময় দেখা যায় ব্যবসায়ীগণ পিস হিসেবে তরমুজ ক্রয় করে কেজি দরে বিক্রয় করছে। এর মাধ্যমে তারা ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য নিচ্ছে। জেলা প্রশাসন ময়মনসিংহ কর্তৃক নতুন বাজার, চরপাড়া, স্টেশন রোড এলাকায় তরমুজের বাজার মনিটরিং করা হয়। ক্রয় এবং বিক্রয়মূল্যের মধ্যে অসঙ্গতির কারণে এবং যথাযথভাবে বিক্রয় না করায় অর্থদণ্ড প্রদান করা হয়।
তিনি জানান, সকল ব্যবসায়ীদের পিস হিসেবে সীমিত লাভে তরমুজ বিক্রয় করতে নির্দেশনা প্রদান করা হয়। জেলা প্রশাসন ময়মনসিংহ কর্তৃক জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য কত কয়েক দিন ধরে তরমুজ  পিস হিসেবে বিক্রি না করে ময়মনসিংহ বিভিন্নবাজার কেজি দরে বিক্রি শুরু করে। প্রথমে ৩০ টাকা  কেজি  করে পযায়ক্রমে  মুল্য   বাড়িয়ে  ৬০ টাকা থেকে ৭০ টাকা কেজি বিক্রি শুরু করে। অতিরিক্ত দামে কেজি দরে বিক্রি প্রেক্ষিতে ক্রেতাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয় ও প্রশাসনের দৃষ্টি কামনা করা হয়। । বিষয়টি ফেসবুকে বিষয়টি ভাইরাল হওয়ার  প্রেক্ষিতে প্রশাসানের দৃষ্টিতে আসে  ।  আজ প্রশাসন ২জন ম্যাজিষ্ট্রেটের মাধ্যমে বাজার মনিটরিং করে এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা করে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার