করোনায় পুলিশের এসআই নাজিম উদ্দিনের মৃত্যু

করোনায় পুলিশের এসআই নাজিম উদ্দিনের মৃত্যু

bmtv new No Comments

স্টাফ রিপোর্টার: বিএমটিভি নিউজঃ  করোনাভাইরাসে (কভিড-১৯)  ময়মনসিংহের নান্দাইল মডেলে থানার কর্মরত পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নাজিম উদ্দিনের  মৃত্যু হয়েছে।

তাঁর বাড়ী শেরপুরের নকলা উপজেলার গৌরদ্বার ইউনিয়নের ছাতুগাও গ্রামে। সে ওই গ্রামের মো. একিম উদ্দিনের ছেলে।

জানা গেছে, নাজিম উদ্দিন আজ শুক্রবার (৩০ এপ্রিল) সকাল ৭.২৫ মিনিটে রাজারবাগ পুলিশ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

শান্ত, বিনয়ী, দায়িত্বপরায়ন ও কর্তব্য পালনে নিরলস, নিরাহংকার, সদা হাস্যোজ্জ্বল স্বভাবের পুলিশ কর্মকর্তা নাজিম উদ্দিনের ২ স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্যক আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকাবাসী গভীর শোক প্রকাশ করছেন।

তার স্ত্রী কল্পনা বেগম জানান, ময়মনসিংহের নান্দাইল মডেল থানায় কর্মরত অবস্থা করোনা আক্রান্ত হয়ে গত ১লা এপ্রিল ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে তার অবস্থা অবনতি হলে ৩ এপ্রিল উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি লাইফ সাপোর্ট অবস্থায় আজ মৃত্যুবরণ করেন।নিজ বাড়িতে পারিবারিক গোরস্থানে তার দাফন করা হবে তিনি জানান।