নকল  ও ভেজাল পণ্যের বিক্রির অপরাধে ময়মনসিংহে মোবাইল কোর্টের জরিমানা

নকল ও ভেজাল পণ্যের বিক্রির অপরাধে ময়মনসিংহে মোবাইল কোর্টের জরিমানা

bmtv new No Comments

‘স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ নকল ও ভেজাল পণ্য মজুত ও বিক্রির অপরাধে ময়মনসিংহ নগরীর স্বদেশী বাজার পি কে এন্টারপ্রাইজ কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট।  আজ ময়মনসিংহ জেলা প্রশাসন, এর উদ্যোগে নগরীর মেছুয়া বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনাকালে এই জরিমানা করা হয় । মোবাইল কোর্টের নেতৃত্বে ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: এরশাদুল আহমেদ।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: এরশাদুল আহমেদ  জানান, নকল নারকেল (প্লাস্টিকের),স্যাকারিন, ১৮০ কেজি পঁচা জিরা, অনুমোদন বিহীন ক্যামিকেল বিক্রয় (কেক, আইসক্রিম এ ব্যবহার হয়) এর অপরাধে স্বদেশী বাজারের পি কে এন্টারপ্রাইজের  বিনয় কুমার রায় কে ৫০,হাজার- টাকা জরিমানা প্রদান করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: এরশাদুল আহমেদ জানান, ভেজাল অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।