ময়মনসিংহে করোনায় ক্ষতিগ্রস্ত ৬০০ দরিদ্র, অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত ৬০০ জন দরিদ্র, অসহায়, দু:স্থ এবং ভাসমান জনগনের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রী তুলে দেন প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি, ময়মনসিংহ সিটি কর্পোরেশন-এর মেয়র ইকরামুল হক টিটু এবং জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক ।
আজ রবিবার ( ০৯মে) নগরীর জেলা শিল্পকলা একাডেমীতে স্বাস্থ্যবিধি মেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ হতে ময়মনসিংহ জেলা প্রশাসন চলমান লকডাউনে অসহায় মানুষগুলোর মানবিক দিক বিবেচনা করে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্তদের উপহারসামগ্রী বিতরণ করেন।

উপহারসামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ , ১ কেজি আলু ও ১ কেজি লবণ। এ সময় আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান মিয়া ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। করোনাকালে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী পেয়ে অত্যন্ত খুশি ও আনন্দ প্রকাশ করেন দু:স্থ ও ভাসমান জনগণ। এ ধরনের মানবিক বিপর্যয়ে সহায়তা প্রদান করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। আগামী দিনগুলোতেও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে জানান ময়মনসিংহ জেলা প্রশাসক।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার