মতিউল আলম, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহে করোনায় কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র ৫০ হাজার মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ করেছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।
বুধবার(১২ মে) নগরীর লেডিস্ ক্লাব মাঠে পাঁচ হাজার মানুষকে এবং ফুলপুর ও তারাকান্দা উপজেলার একটি পৌরসভাসহ ২০টি ইউনিয়নে প্রায় ৪৫ হাজার মানুষের শাড়ি, লুঙ্গি, সেমাই ও চিনিসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় জেলা প্রশাসক এনামুল হক, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান, ফুলপুর উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল উপস্থিত ছিলেন।